ব্রাজিল বনাম আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে না
ব্রাজিল বনাম আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে না। বহুল প্রতিক্ষিত দুই দলের মুখোমুখি হওয়ার যে সম্ভাবনা তা আপাতত ফিকে করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
আয়োজক কমিটির মতে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া ভ্রমন করতে এ মহুর্তে রাজি নয়। তার মতে ইতোমধ্যে তারা ৬০ হাজারেরও বেশি টিকেট বিক্রি করেছে। এই টিকেটের টাকা তারা ফেরত দিবে বলে জানিয়ে। অস্ট্রেলিয়ার স্থানীয় ক্রীড়ামন্ত্রী মার্টিন পাকুলা, আর্জেন্টিনার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের অবশ্যই অস্ট্রেলিয়ার ফুটবল প্রেমিদের যথাযথ কারণ দেখিয়ে ক্ষমা চাওয়া উচিৎ।
তিনি আরো বলেন, ভবিষ্যতে এমন ফেডারেশনের সাথে জাড়তে ভেবে দেখবো, যারা কেবল কথা দিয়ে কথা রাখে না। আমি এমন ফুটবল ফেডারেশন বিশ্বের কোথাও দ্বিতীয়টি দেখিনি।
এই নিয়ে ব্রাজিলের সাথে আর্জেন্টিনার দুটি ম্যাচ বাতিল হওয়ার ঘটনা ঘটল।