Type Here to Get Search Results !

বর্ষপঞ্জি: বার নির্ণয়ের সূত্র - Diagnosing of Day and Date

বর্ষপঞ্জি: বার নির্ণয়ের সূত্র - Diagnosing of Day and Date

বর্ষপঞ্জি: বার নির্ণয়ের সূত্র

প্রিয় পাঠক ই-ফার্স্ট সবসময় নতুন অথচ সহজ কন্টেন্ট নিয়ে কাজ করে। আজকের বিষয় কিভাবে দিন তারিখ বার নির্ণয় করতে হয়। অনেক প্রতিযোগীতামূলক পরীক্ষায় দিন তারিখ বার নিয়ে প্রশ্ন আসে। সময় স্বল্পতার কারনে অনেকেই সেই প্রশ্নগুলোর উত্তর না করে অন্য প্রশ্নগুলোর প্রতি মনোযোগী হয়ে পড়ে। 
আমাদের পদ্ধতিতে চেষ্টা করলে ৩ সেকেন্ডে আপনি সহজে দিন তারিখ বার নির্ণয় করতে পারবেন। 

বর্ষপঞ্জি

সূত্র-১: নির্দিষ্ট মাসের নির্দিষ্ট তারিখ কী বার হবে তা নির্ণয়ের ক্ষেত্রে-

বার (Day) = প্রদত্ত বার + অবশিষ্ট দিন

এখানে,

অবশিষ্ট দিন = `(D_2 – D_1) - 7n`

`D_1 =` ১ম তারিখ, `D_2 =` শেষ তারিখ

`n = D_2 – D_1` এর মধ্যে সপ্তাহ সংখ্যা


প্রয়োগ:

১। জুলাই মাসের ৮ তারিখ বুধবার হলে ২৫ তারিখ কি বার হবে?

 

শর্ট টেকনিক:

এখানে, `D_2 – D_1 = 25-8=17` দিন যার মধ্যে সপ্তাহ আছে ২টি

অর্থাৎ, `n=2`

অবশিষ্ট দিন `=(D_2-D_1)-7n`

`=17-7\times2`

`=17-14`

`=3`

সুতরাং, নির্ণেয় বার (Day) = প্রদত্ত বার + অবশিষ্ট দিন

= বুধ + ৩ দিন = শনিবার (উত্তর)

 

২। যদি মাসের ২য় দিন সোমবার হয়, তবে মাসের ১৮ তম দিন কি বার? [২৮ তম বিসিএস]

 

শর্ট টেকনিক:

এখানে, `D_2 – D_1 = 18 - 2 = 16` দিন যার মধ্যে সপ্তাহ আছে ২টি

অর্থাৎ, `n = 2`

অবশিষ্ট দিন `= (D_2 – D_1) -7n`

`= 16-7 × 2`

`= 16 – 14`

`=2`

সুতরং, নির্ণেয় বার (Day) = প্রদত্ত বার + অবশিষ্ট দিন

= সোমবার + ২ দিন

= বুধবার (উত্তর)

 

৩। আগস্ট মাসের ৩ তারিখ সোমবার হলে ২৪ তারিখ কি বার হবে -

 

শর্ট টেকনিক:

এখানে,

`D_2 – D_1 = 24 – 3 = 21` দিন যার মধ্যে সপ্তাহ আছে ৩টি

অর্থাৎ, `n = 3`

অবশিষ্ট দিন `= (D_2 – D_1) - 7n`

`= 21 - 7 × 3`

`= 21 – 21`

`= 0`

সুতরাং নির্ণেয় বার (Day) = প্রদত্ত বার + অবশিষ্ট দিন

= সোমবার + ০ দিন = সোমবার (উত্তর)

 

৪ । আগস্ট মাসের ২৫ তারিখ মঙ্গলবার হলে সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ কি বার হবে?

 

শর্ট টেকনিক:

এখানে,

`D_2 =` আগস্ট মাসের ৩১ দিন + সেপ্টেম্বরের ১৮ দিন = ৪৯ দিন

`D_2 - D = 49 - 25 = 24` দিন যার মধ্যে সপ্তাহ আছে ৩টি

অর্থাৎ, `n = 3`

অবশিষ্ট দিন `= (D_2 – D_1) - 7n`

`= 24 - 7 × 3`

`= 24 – 21`

`= 3`

সুতরাং নির্ণেয় বার (Day) = প্রদত্ত বার + অবশিষ্ট দিন

= মঙ্গলবার + ৩ দিন = শুক্রবার (উত্তর)

বি. দ্র. মাস অতিক্রম করলে সেই মাসের দিনগুলি `D_2` এর সাথে যোগ করতে হয়। তাই আগস্ট মাস অতিক্রম করার কারণে আগস্ট মাসের দিনগুলি `D_2` এর সাথে যোগ করা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.