Type Here to Get Search Results !

জার্মানি বনাম ইটালি লাইভ লিংক Germany-Italy

জার্মানি বনাম ইটালি লাইভ লিংক Germany-Italy

জার্মানি বনাম ইটালি লাইভ লিংক

আজ রাত মাঠে নামছে দুই বিশ্বকাপ বিজয়ী ইউরোপিয়ান হট ফেভারিট দল জার্মান বনাম ইটালি। খেলাটি সরাসরি Sony Ten 2 HD, SonyLiv, Sony Ten 2 চ্যানেলে সম্প্রচার করবে। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় ১৫ জুন দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটে। অর্থাৎ হিসেব অনুয়াযী আজ (১৪ জুন) রাত ১২ টা ১ মিনিট থেকে ১৫ জুন শুরু কাজেই খেলাটি আজ (১৪ জুন) রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে। 

ব্রাজিলের পর জার্মানি ফিফা বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সফল দল, এই পর্যন্ত জার্মানি ঘরে তুলেছে  ৪টি বিশ্বকাপ (১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ এবং ২০১৪)। এছাড়া উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও জার্মানি অন্যতম সফল দল, এই টুর্নামেন্টে তারা মোট শিরোপা লাভ করেছে ৩টি (১৯৭২, ১৯৮০ এবং ১৯৯৬) শিরোপা জয়লাভ করেছে।

অপর দিকে ইতালিও ফিফা বিশ্বকাপের ইতিহাসের জার্মানির সমান সফল, ইটালিও জার্মানির সমান বিশ্বকাপ জয় করেছে। ইটালিও  এই পর্যন্ত ৪ বার (১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ এবং ২০০৬) বিশ্বকাপ জয়লাভ করেছে। ইটালি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও সফল। তারা ১টি (১৯৬৮) শিরোপা জয়লাভ করেছে এই টুর্নামেন্টে। গ্রীষ্মকালীন অলিম্পিকেও ইতালি স্বর্ণ পদক জয়ী দল। 

প্রসঙ্গত ইটালি-জার্মানির একটু উপরে আছে ব্রাজিল। ব্রাজিল মোট বিশ্বকাপ জয় করেছে ৫ বার। ইটালি-জার্মানি আর একবার করে বিশ্বকাপ জয় করতে পারলে যৌথবাবে ৫ বার করে বিশ্বকাপের মালিক হবে। 

প্রিয় দর্শক আপনাদের জন্য আমাদের ফেইজবুক পেইজে খেলাটি সরাসরি সম্প্রচার করা হবে। দয়া করে নিচের বাটনে ক্লিক করে আমাদের ফেইজবুক পেইজটি লাইক/ফলো করে রাখুন। 

Sports Live Facebook Page(link)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.