Type Here to Get Search Results !

এসএসসি পরীক্ষা ২০২২ স্থগিত করা হয়েছে - SSC 2022

এসএসসি পরীক্ষা ২০২২ স্থগিত করা হয়েছে - SSC 2022


এসএসসি পরীক্ষা ২০২২ স্থগিত করা হয়েছে

২০২২ সালের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সিলেটের বন্যা পরিস্থিতি নতুন করে অবনতি হওয়ায় এসএসসি ২০২২ পরীক্ষার ১ম পরীক্ষা স্থগিত করার  ঘোষণা দিয়েছে শিক্ষাবোর্ড। অর্থাৎ আগামী ১৯ জুনের পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। 

প্রথমে ১৯ জুনের পরীক্ষা স্থগিত করার কথা বলা হলেও পরে সম্পূর্ণ পরীক্ষার রুটিন স্থগিতের  ঘোষণা দেয় শিক্ষাবোর্ড। 

এই ঘোষণার আওতায় এসএসসি, দাখিল সহ সমমানের সকল পরীক্ষা অন্তর্ভুক্ত। অর্থাৎ ২০২২ সালের এসএসসি, দাখিল ও সমমানের সকল পরীক্ষা বন্ধ থাকবে। এর আগে পদ্মা সেতু উদ্ভোধনকে কেন্দ্র করে ২৫ জুনের পরীক্ষা ২৬ জুনে স্থান্তানান্তরিত করেছে শিক্ষাবোর্ড। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯ থেকে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোক এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচী পরে জানানো হবে।

এম এ খায়ের বলেন, শুধু ১৯ তারিখের পরীক্ষা নয়, এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশি পুরো রুটিনের পরীক্ষাটি আপাতত স্থগিত করা হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Parlays for sure are fairly an intriguing betting option end result of} their huge potential profit, you could stake solely a one hundred KES for a possibility of profitable upwards of one hundred,000 KES relative to the sportsbook circumstances. These blogs are often up to date with varied events in the on line casino world, developments in the on line casino area, and even strategies to increase profitable percentages when participating in on line casino games. Cartoons are an excellent foundation for a slot theme, they characteristic recognisable characters which might be} easily identifiable to gamers. Cartoons can be in style with each youngsters and adults, they have a cross technology attraction that thecasinosource.com not many issues do. Using a cartoon slot theme can typically be tough for developers as they need to|they should} {make sure that|be sure that|ensure that} it's accurate to the present while making sure that the slot doesn't attraction to youngsters in any way.

    ReplyDelete