এইচএসসি পরীক্ষা ২০২২ এর নতুন রুটিন
সি(caps)লেটে
বন্যার কারনে ইতোমধ্যে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষামন্ত্রনালয়।
বন্যা পরিস্থিতি উন্নতি হলেই নতুন করে রুটিন প্রকাশ করার ইঙ্গিতও দিয়ে রেখেছে বোর্ড।
এসএসসি পরীক্ষা বন্ধ হওয়ার সাথে সাথে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে যাওয়ার
সম্ভাবনার কথা জানানো হয়েছে মন্ত্রনালয় থেকে। এর আগে আগামী ২২ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা
শুরু হওয়ার কথা ছিল।
কোরবানী
ঈদের আগে যদি বন্যা পরিস্থিতির উন্নতি হয় সেক্ষেত্রে ঈদের আগেই এসএসসি পরীক্ষা শুরু
হওয়ার সম্ভাবনা আছে। এসএসসি পরীক্ষা যত তাড়াতাড়ি শুরু হবে এইচএসসি পরীক্ষাও তত তাড়াতাড়ি
শুরু করার সম্ভাবনা আছে।
এইচএসসি
পরীক্ষার বিষয়ে এমনটাই জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
গত রোবাবর বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে।
প্রকাশিত
রুটিন অনুযায়ী ১৯ জুন থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সিলেটে বন্যা পরিস্থিতি
ভয়াবহরূপ নেওয়ায় এই পরীক্ষা আপাতত স্থগিত রেখেছে শিক্ষামন্ত্রনালয়। এ কারণে ২০ লাখের বেশি পরীক্ষার্থী অনিশ্চয়তার মুখে পড়েছে। এ পরীক্ষা পিছিয়ে যাওয়ায় এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
অধ্যাপক তপন কুমার সরকার
গণমাধ্যমকে বলেন, সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার
সাথে সাথে নতুন করে এসএসসি ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে। যদি আগামী এক সপ্তাহের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হয়ে যায়, তাহলে ঈদের আগেও শুরু করা যেতে পারে। বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির ওপর।
২০২২
সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা বিষয়ে জানতে চাইলে
তিনি বলেন, এইচএসসি পরীক্ষাও পেছাতে পারে। কারণ, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মধ্যে মোটামুটি দুই মাসের একটি বিরতির প্রয়োজন হয়। তা
না হলে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। সে ক্ষেত্রে এইচএসসি পরীক্ষা কিছু সময় পিছিয়ে যেতে পারে।