এসএসসি ২০২২ পরীক্ষার প্রস্তুতি
প্রিয় শিক্ষার্থী “সঠিক উত্তর” লেখা বাটনে ক্লিক করলে উত্তর দেখতে পাবে।(alert-error)
ক)
ডাকাত পড়েছে গ্রামে, মধ্যরাতে হানাদার আসে
খ)
এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে
গ)
যার সঙ্গে যে রকম, সে রকম খেলবে বাঙালি
ঘ)
ভাইবোন কে ঘুমায়? জাগে, নীলকমলেরা জাগে
উত্তর: ঘ) ভাইবোন কে ঘুমায়? জাগে, নীলকমলেরা জাগে
প্রশ্ন-২: কোন লেখকের জন্মস্থান সাতক্ষীরা জেলার বাঁশদহ?
ক)
মীর মশাররফ হোসেন
খ)
মোহাম্মদ ওয়াজেদ আলী
গ)
এয়াকুব আলী চৌধুরী
ঘ) মোতাহের হোসেন চৌধুরী
উত্তর: খ) মোহাম্মদ ওয়াজেদ আলী
ক)
দরজা ঠেলে
খ)
লজ্জা ঠেলে
গ)
পর্দা ঠেলে
ঘ)
গলি ঠেলে
উত্তর: গ) পর্দা ঠেলে
প্রশ্ন-৪: “এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতার সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়েছিল”- এ উক্তিতে কী প্রকাশ পেয়েছে?
ক)
বয়স বেড়ে যাওয়া
খ)
সময়ের দ্রুত প্রস্থান
গ)
হাঁপিয়ে ওঠা
ঘ)
সংসারের বিতৃষ্ণ
উত্তর: গ) হাঁপিয়ে ওঠা
ক)
অধর রায়
খ)
ভট্টাচার্য
গ)
পাঁড়ে
ঘ)
মুখোপাধ্যায়
উত্তর: ক) অধর রায়
প্রশ্ন-৬: সন্তানের কোন বিষয়ে পিতামাতার মৃঢ়তায় বিধাতাপুরুষ অন্তরিক্ষে থেকে তীব্র প্রতিবাদ করেন?
ক)
নামকরণে
খ)
স্কুল নির্বাচনে
গ)
শিক্ষাগ্রহণে
ঘ)
পোশাক নির্বাচনে
উত্তর: ক) নামকরণে
ক)
পৌরাণিক
খ)
ঐতিহাসিক
গ)
রাজনৈতিক
ঘ)
সামাজিক
উত্তর: ঘ) সামাজিক
প্রশ্ন-৮: অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে- এখানে 'সে' বলতে বোঝানো হয়েছে-
ক)
যার শিক্ষার অভাব
খ)
যার মূল্যবোধের অভাব
গ)
যার আত্মিক মৃত্যু ঘটে
ঘ)
যিনি মৃত্যুবরণ করেছেন
উত্তর: গ) যার আত্মিক মৃত্যু ঘটে
ক)
হুমায়ুন আজাদ
খ)
শামসুর রাহমান
গ)
সৈয়দ শামসুল হক
ঘ)
হায়াৎ মামুদ
উত্তর: ঘ) হায়াৎ মামুদ
প্রশ্ন-১০: বাংলা ভাষায় সার্থক ছোটগল্পকার কে?
ক)
রবীন্দ্রনাথ ঠাকুর
খ)
কাজী নজরুল ইসলাম
গ)
সৈয়দ ওয়ালীউল্লাহ
ঘ)
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: ক) রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন-১১: সত্যের নিবিড় সাধনার হযরতের চরিত্র কেমন
ক)
সুকোমল
খ)
আকর্ষণীয়
গ)
সুন্দর
ঘ)
মধুময়
উত্তর: ঘ) মধুময়
প্রশ্ন-১২: কাঙালীর বাবাকে অভাগী ধরে আনতে বলেছিল কেন?
ক)
শান্তি দেওয়ার জন্য
খ)
টাকা পাবে বলে
গ)
সম্পত্তি লিখে দিতে
ঘ)
পায়ের ধূলো নেওয়ার জন্য
উত্তর: ঘ) পায়ের ধূলো নেওয়ার জন্য
ক)
তাৎপর্যপূর্ণ অর্থে
খ)
ভিন্নার্থে
গ)
রূপকার্থে
ঘ)
প্রশংসার্থে
উত্তর: খ) ভিন্নার্থে
প্রশ্ন-১৪: মুক্তিযুদ্ধের সময় জাহানারা ইমাম সপরিবারে কোথায় থাকতেন-
ক)
শান্তিনগর
খ)
মগবাজারে
গ)
এলিফ্যান্ট রোড
ঘ)
রাজারবাগে
উত্তর: গ) এলিফ্যান্ট রোড
ক)
আর চিবানো যায় না
খ)
খুব মজা হয়েছে
গ)
আর আছে কি না
ঘ)
আমি আরও চাই
উত্তর: ক) আর চিবানো যায় না
প্রশ্ন-১৬: মানবসত্তাকে মনুষ্যত্ব বলা জীবসত্তার পরিপুরক কোনটি?
ক)
জীবাত্মা
খ)
পরমাত্মা
গ)
প্রাণিত্ব
ঘ)
মানবাত্মা
উত্তর: গ) প্রাণিত্ব
i. মৃত্যুর
ii. স্বর্গে যাবার
iii. পুত্রের হাতের মুখাগ্নি পাওয়ার
নিচের কোনটি সঠিক?
ক)
i ও
ii
খ)
ii ও iii
গ)
i,
ii ও iii
উত্তর: খ) ii ও iii
প্রশ্ন-১৮: মূমূর্ষ মাতা সখিনা কিশোর ছেলের ভবিষ্যৎ ভেবে চোখের জল ফেলেন আর ছেলেকে নানা রকম উপদেশ দেন' – এ দৃশ্যপটে 'অভাগীর স্বর্গ' গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা হলো-
i. অভাগীর সন্তানবাৎসল্য
ii. অপটু হাতে রান্না দেখে অভাগীর চোখ ছলছল করা
iii. ছেলের ভবিষ্যৎ নিয়ে কাঙালীর মায়ের চিন্তিত হওয়া
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
ii ও iii
গ)
i ও iii
ঘ)
i,
ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
প্রশ্ন-১৯: 'গাজুরিয়া মাইর' শব্দের সঠিক ব্যাখ্যা কারা দিতে পারবে বলে রুমীর ধারণা?
ক)
কলকাতার বন্ধুরা
গ)
বরিশালের বন্ধুরা
উত্তর: খ) ঢাকাইয়া বন্ধুৱা
প্রশ্ন-২০: আত্মিক মৃত্যু বলতে লেখক কী বুঝিয়েছেন?
i. স্বাভাবিক মৃত্যু
ii. নৈতিক অধঃপতন
iil মূল্যবোধের অবক্ষয়
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
ii ও iii
গ) i ও iii
ঘ)
i,
ii ও iii
উত্তর: খ) ii ও iii
প্রশ্ন-২১: ছোটগল্পের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কথাটি হলো-
i. ছোট প্রাণ, ছোট ব্যথা
ii. নাহি বর্ণনার ছটা
iii. শেষ হয়ে হইল না শেষ
নিচের কোনটি সঠিক?
ক)
i
খ)
ii
গ)
iii
ঘ)
ii ও iii
উত্তর: গ) iii
প্রশ্ন-২২: 'কপোতাক্ষ নদ' কবিতার ষটকের চরণ কোনটি?
ক)
শোনে মায়া-মন্ত্র ধ্বনি তব কলকলে
খ)
বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
গ)
প্রজারূপে রাজরূপে সাগরেরে দিতে
ঘ)
দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে
উত্তর: গ) প্রজারূপে রাজরূপে সাগরেরে দিতে
ক)
ইতিহাসকে নতুন করে লেখার জন্য
খ)
ইতিহাস প্রসিদ্ধ বীর হিসেবে
গ)
উপাসনালয়ের ভণ্ড দুয়ারীদের ধ্বংস করার জন্য
ঘ)
উপাসনালয়ের দায়িত্বভার ভালো মানুষদের হাতে সমর্পণের জন্য
উত্তর: গ) উপাসনালয়ের ভণ্ড দুয়ারীদের ধ্বংস করার জন্য
প্রশ্ন-২৪: মোতাহের হোসেন চৌধুরীর মতে চিন্তা, বুদ্ধি ও আত্মপ্রকাশের স্বাধীনতা না থাকলে কিসের ব্যাঘাত ঘটে?
ক)
মুক্তির
খ)
সুখের
গ)
মনুষ্যত্বের
ঘ)
মূল্যবোধের
উত্তর: ক) মুক্তির
ক)
সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ
খ)
নবপ্রাণের সূচনা করা
গ)
ঐক্যবোধ জাগ্রত করা
ঘ)
অসাম্প্রদায়িক চেতনা
উত্তর: ঘ) অসাম্প্রদায়িক চেতনা
প্রশ্ন-২৬: কার বিদ্রোহের কাহিনিকে কেন্দ্র করে ‘বহিপীর’নাটকটি গড়ে উঠেছে?
ক)
হাশেমের
খ)
বহিপীরের
গ)
হাতেমের
ঘ)
তাহেরার
উত্তর: ঘ) তাহেরার
ক)
হাতেম আলির
খ)
তাহেরার
গ)
হাশেম আলির
ঘ)
বহিপীরের
উত্তর: গ) হাশেম আলির
প্রশ্ন-২৮: নিরীক্ষাধর্মী উপন্যাসের কোন বিষয়টি প্রাধান্য পায়?
ক)
ভাষা বা বলার ভঙ্গি
খ)
গল্প বা কাহিনি
গ)
সংলাপ
ঘ)
চরিত্রের অভিব্যক্তি
উত্তর: ক) ভাষা বা বলার ভঙ্গি
ক)
আলি-মিঠুর সঙ্গে সে মুক্তিযুদ্ধে যোগদান করেনি বলে
খ)
মুক্তিযোদ্ধা কমান্ডারের সঙ্গে কেউ তাকে দেখেনি বলে
গ)
মা-বাপ হারানো কিশোর বলে
ঘ)
সব সময় কাকতাড়ুয়ার বেশে থাকত বলে
উত্তর: গ) মা-বাপ হারানো কিশোর বলে
প্রশ্ন-৩০: বুধা যে মুক্ত মানুষ, সেটা বোঝার জন্য নিচের কোন বাক্যটি ব্যবহৃত হয়েছে?
ক)
তাইরে নাইরে করতে করতে পথে হাঁটে
খ)
পথ ওকে ডাকে আয়, ও হেসে বলে, এই তো এসেছি
গ)
তবে ওদের কি জ্যান্ত ফিরে যেতে দেওয়া উচিত?
ঘ)
এখন থেকে তোরা আমাকে বঙ্গবন্ধু বলে ডাকবি
উত্তর: খ) পথ ওকে ডাকে আয়, ও হেসে বলে, এই তো এসেছি