নবম-দশম ও এসএসসি পরীক্ষার্থীদের লেখা পড়া: বিশেষ প্রস্তুতি-০১
লক্ষ্য করুন: প্রতিটি প্রশ্নের শেষে ‘উত্তর’ লেখা বাটনে ক্লিক করলে সঠিক উত্তর দেখা যাবে।(alert-error)
বিশেষ প্রস্তুতি-০১
বিষয়: বাংলা ১ম পত্র
অধ্যায়: প্রথম, প্রথম পরিচ্ছদ
ক)
অঙ্গ-প্রত্যঙ্গের ইঙ্গিতের সাহায্যে
খ)
কন্ঠ ধ্বনির সাহায্যে
গ)
চিত্রাঙ্কনের সাহায্যে
ঘ) ঘোষ ও অঘোষ ধ্বনির সাহায্যে
উত্তর: খ) কন্ঠ ধ্বনির সাহায্যে
প্রশ্ন-২: ভাষা কিসের দ্বারা সৃষ্ট হয়? [ব. ‘০৮]
অথবা,
মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? [কু. ‘০৮]
ক)
মনের সাহায্যে
খ)
অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে
গ)
ঠোঁটের সাহায্যে
ঘ)
বাগযন্ত্রের সাহায্যে
উত্তর: ঘ) বাগযন্ত্রের সাহায্যে
ক)
অক্ষর
খ)
ধ্বনি
গ)
বর্ণ
ঘ)
শব্দ
উত্তর: খ) ধ্বনি
প্রশ্ন-৪: বাংলা ভাষার মূল উৎস কী? [ঢা. 0৬: কু. 0৭]
ক)
হিন্দি ভাষা
খ)
বৈদিক ভাষা
গ)
কানাড়ি ভাষা
ঘ)
অনার্য ভাষা
উত্তর: খ) বৈদিক ভাষা
ক)
পালি
খ)
উড়িয়া
গ)
হিন্দি
ঘ)
বঙ্গকামরূপী
উত্তর: ঘ) বঙ্গকামরূপী
প্রশ্ন-৬: মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? [ঢা. '৯৬; য, '১২, '০৭]
ক)
ভাষা
খ)
চিত্র
গ)
ইঙ্গিত
ঘ)
আচরণ
উত্তর: ক) ভাষা
ক)
শব্দ
খ)
বাক্য
গ)
পদ
ঘ)
অক্ষর
উত্তর: ক) শব্দ
প্রশ্ন-৮: বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা? [কু. '১০; ব, '০৬]
ক)
আসাম
খ)
গুজরাট
গ)
পশ্চিমবঙ্গ
ঘ)
উত্তর প্রদেশ
উত্তর: গ) পশ্চিমবঙ্গ
ক)
উচ্চারণের প্রতীক
খ)
কণ্ঠের উচ্চারণ
গ)
ভাব প্রকাশের মাধ্যম
ঘ)
ধ্বনির সমষ্টি
উত্তর: গ) ভাব প্রকাশের মাধ্যম
প্রশ্ন-১০: বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? [ঢা. ০৮, ০৪, ৯২, কু. ২০০০; সি. '০৯; সকল ১৮]
ক)
মহাভারত
খ)
চর্যাপদ
গ)
রামায়ণ
ঘ)
জঙ্গনামা
উত্তর: খ) চর্যাপদ
ক)
মধুমালতী
খ)
সিকান্দরনামা
গ)
বৈষ্ণব পদাবলি
ঘ)
শ্রীকৃষ্ণকীৰ্ত্তন
উত্তর: ঘ) শ্রীকৃষ্ণকীৰ্ত্তন
প্রশ্ন-১২: মানুষের কণ্ঠনিঃসৃত বাক্সংকেতের সংগঠনকে কী বলে? [রা. ’১৪. ০২; য. '১৪, ০৪; কু. '১৪, '০৫, ০৩; চ. '১১; সি. ০৯, ০৭; ব. '১৬, ১২, ০৫]
ক)
ধ্বনি
খ)
শব্দ
গ)
বাক্য
ঘ)
ভাষা
উত্তর: ঘ) ভাষা
অথবা,
ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে কীভাবে? [কু. ’১১, দি. ’১৬]
ক)
দেশ ও কালভেদে
খ)
দেশ, কাল ও ব্যক্তিভেদে
গ)
কাল, পরিবেশ ও ব্যক্তিভেদে
ঘ)
দেশ, কাল ও পরিবেশভেদে
উত্তর: ঘ) দেশ, কাল ও পরিবেশভেদে
প্রশ্ন-১৪: এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম-শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে কী বলে?
ক)
ধ্বনি
খ)
শব্দ
গ)
বর্ণ
ঘ)
ভাষা
উত্তর: ঘ) ভাষা
অথবা,
বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা [রা. '১৭; কু. '১১; দি, ১৬]
ক)
দুই হাজার
খ)
পাঁচ হাজারের ওপর
গ)
সাড়ে তিন হাজারের ওপর
ঘ) সাড়ে সাত হাজারের ওপর
উত্তর: গ) সাড়ে তিন হাজারের ওপর
প্রশ্ন-১৬: ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম? [বা. '১৬, ১৫, ১০; য. '১০; কু. '১৪; সি. '১২, '০৫; ব, '১১, ০৪]
অথবা,
ভাষার জগতে বাংলার স্থান কোথায়? [ঢা. ২০০০:
য, '০৮: সি. '০৫: ব, '০৭]
অথবা,
জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম বৃহৎ মাতৃভাষা? [কু. '১০; ব. '১৪]
ক)
চতুর্থ
খ)
ষষ্ঠ
গ)
পঞ্চম
ঘ)
সপ্তম
উত্তর: ক) চতুর্থ
ক)
প্রায় পঁচিশ কোটি
খ)
প্রায় ঊনত্রিশ কোটি
গ)
প্রায় পঁয়ত্রিশ কোটি
ঘ)
প্রায় ত্রিশ কোটি
উত্তর: ঘ) প্রায় ত্রিশ কোটি
প্রশ্ন-১৮: বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?
ক)
প্রাচীন যুগ
খ)
মধ্যযুগ
গ)
অন্ধকার যুগ
ঘ)
আধুনিক যুগ
উত্তর: ঘ) আধুনিক যুগ
ক)
সাধু ভাষা
খ)
মিশ্র ভাষা
গ)
আদর্শ চলিত ভাষা
ঘ)
আঞ্চলিক ভাষা
উত্তর: গ) আদর্শ চলিত ভাষা
প্রশ্ন-২০: বাংলা ভাষায় রীতি কয়টি? [য. ’০৩]
ক)
দুইটি
খ)
তিনটি
গ)
চারটি
ঘ)
পাঁচটি
উত্তর: ক) দুইটি
ক)
১টি
খ)
২টি
গ)
৩টি
ঘ)
৪টি
উত্তর: খ) ২টি
প্রশ্ন-২২: বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি? [সি. ‘১১]
ক)
একটি
খ)
দুটি
গ)
তিনটি
ঘ)
চারটি
উত্তর: খ) দুটি
ক)
লেখ্য
খ)
কথ্য
গ)
আঞ্চলিক
ঘ)
উপভাষা
উত্তর: ক) লেখ্য
প্রশ্ন-২৪: ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? [য. '০৬: দি, '১৫]
ক)
সাধুরীতি
খ)
আঞ্চলিক কথ্য রীতি
গ)
সাধু এবং চলিত উভয় রীতি
ঘ)
চলিত রীতি
উত্তর: ঘ) চলিত রীতি
ক)
সাধুরীতি
খ)
চলিত রীতি
গ)
কথ্যরীতি
ঘ)
লেখ্যরীতি
উত্তর: ক) সাধুরীতি
প্রশ্ন-২৬: বাংলা ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী? [ঢা, '০৬, চ. '০২; ব. '০৯]
ক)
চলিতরীতি
খ)
কথ্যরীতি
গ)
সাধুরীতি
ঘ)
আঞ্চলিক রীতি
উত্তর: গ) সাধুরীতি
ক)
চলিত
খ)
সাধু
গ)
মিশ্র
ঘ)
উপজাতীয়
উত্তর: ক) চলিত
প্রশ্ন-২৮: বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা বেশি উপযোগী? [ঢা. ’১২]
ক)
সাধু
খ)
মিশ্র
গ)
চলিত
ঘ)
আঞ্চলিক
উত্তর: গ) চলিত
ক)
সাধু
খ)
চলিত
গ)
কথ্য বাংলা
ঘ)
আঞ্চলিক
উত্তর: খ) চলিত
প্রশ্ন-৩০: সাহিত্যের একমাত্র কোন মাধ্যমটিতে ভাষারীতির মিশ্রণ দূষণীয় নয়?
ক)
উপন্যাসে
খ)
নাটকে
গ)
গল্পে
ঘ)
কবিতায়
উত্তর: ঘ) কবিতায়
ক)
চলিত রীতি
খ)
সাধুরীতি
গ)
আঞ্চলিক রীতি
ঘ)
সবকটি
উত্তর: খ) সাধুরীতি
প্রশ্ন-৩২: ভাষার চলিত রীতি অনুসৃতি কষ্টসাধ্য কেন? [রা. ০২]
ক)
এ রীতি কৃত্রিমতাবর্জিত বলে
খ)
এ রীতির লিখিত কোনো ব্যাকরণ নেই বলে
গ)
এ রীতিতে তদ্ভব শব্দের প্রাধান্য থাকে বলে
ঘ)
এ রীতি পরিবর্তনশীল বলে
উত্তর: খ) এ রীতির লিখিত কোনো ব্যাকরণ নেই বলে
অথবা,
মধ্যযুগের বাংলা গদ্যে সাধুরীতির সামান্য নমুনা কোথায় পাওয়া যায়- [ঢা. ০৭]
ক)
কাব্যসাহিত্যে
খ)
দলিল-দস্তাবেজে
গ)
পুঁথি সাহিত্যে
ঘ)
চিটিপত্রে
উত্তর: খ) দলিল-দস্তাবেজে
প্রশ্ন-৩৪: 'গুরুচণ্ডালী দোষ’ কাকে বলে?
ক)
সাধু ও চলিত রীতির মিশ্রণকে
খ)
চলিত ও আঞ্চলিক রীতির মিশ্রণকে
গ)
সাধু ও আঞ্চলিক রীতির মিশ্রণকে
ঘ)
চলিত ও উপভাষার মিশ্রণকে
উত্তর: ক) সাধু ও চলিত রীতির মিশ্রণকে
অথবা,
সাধু ও চলিত ভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে? [ঢা. '১০; য. '১৪; কু. ১৩]
ক)
বিশেষ্য ও বিশেষণ
খ)
ক্রিয়া ও সর্বনাম
গ)
বিশেষ্য ও ক্রিয়া
ঘ)
বিশেষণ ও ক্রিয়া
উত্তর: খ) ক্রিয়া ও সর্বনাম
প্রশ্ন-৩৬: বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন কে? [কু. ’০৭; সি. ’০৫; ব. ’০৭; দি. ‘০৯]
অথবা, চলিত ভাষার প্রবর্তক কে? [কু. ’১১; য. ‘১৩]
ক)
প্যারীচাঁদ মিত্র
খ)
গিরীশচন্দ্র সেন
গ)
প্রমথ চৌধুরী
ঘ)
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: গ) প্রমথ চৌধুরী
ক)
রবীন্দ্রনাথ ঠাকুর
খ)
কাজী নজরুল ইসলাম
গ)
প্রমথ চৌধুরী
ঘ)
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর: গ) প্রমথ চৌধুরী
প্রশ্ন-৩৮: সাধুভাষার বৈশিষ্ট্য কোনটি? [ঢা. '০৩; রা. '১০; য, '০২]
ক)
গুরুগম্ভীর
খ)
গুরুচণ্ডালী
গ)
অবোধ্য
ঘ)
দুর্বোধ্য
উত্তর: ক) গুরুগম্ভীর
ক)
গুরুগম্ভীর
খ)
কৃত্রিম
গ)
পরিবর্তনশীল
ঘ)
তৎসম শব্দবহুল
উত্তর: গ) পরিবর্তনশীল
প্রশ্ন-৪০: ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? [কু. '২০০০; চ. '১৪]
ক)
চলিত
খ)
সাধু
গ)
আঞ্চলিক
ঘ)
প্রাকৃত
উত্তর: খ) সাধু
ক)
কথ্য রীতি
খ)
সাধুরীতি
গ)
লেখ্য রীতি
ঘ)
চলিত রীতি
উত্তর: খ) সাধুরীতি
প্রশ্ন-৪২: কোনটি সাধু ভাষারীতির বৈশিষ্ট্য? [সি. ’১৪]
ক)
তৎসম শব্দবহুল
খ)
তদ্ভব শব্দবহুল
গ)
পরিবর্তনশীল
ঘ)
সহজবোধ্য
উত্তর: ক) তৎসম শব্দবহুল
ক)
কবিতার পঙ্ক্তিতে
খ)
গানের কলিতে
গ)
গল্পের বর্ণনায়
ঘ)
নাটকের সংলাপে
উত্তর: ঘ) নাটকের সংলাপে
প্রশ্ন-৪৪: বাংলা ভাষার চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি? [ঢা. ০১; ব. '১২]
ক)
আভিজাত্যপূর্ণ
খ)
পদবিন্যাস সুনির্দিষ্ট
গ)
কৃত্রিমতাবর্জিত
ঘ)
কাঠামো অপরিবর্তনীয়
উত্তর: গ) কৃত্রিমতাবর্জিত
ক)
তৎসম শব্দবহুল
খ)
তদ্ভব শব্দবহুল
গ)
নাটকের অনুপযোগী
ঘ)
গুরুগম্ভীর
উত্তর: খ) তদ্ভব শব্দবহুল
প্রশ্ন-৪৬: পুল পেরিয়ে সামনে একটি বাঁশ বাগান পড়ল। কোন রীতির বাক্য? [ব. ’১৩; দি. ১০]
ক)
চলিত রীতি
খ)
সাধুরীতি
গ)
আঞ্চলিক কথ্য রীতি
ঘ)
প্রমিত রীতি
উত্তর: ক) চলিত রীতি
ক)
চলিত ভাষা কৃত্রিমতাবর্জিত
খ)
চলিত ভাষা গুরুগম্ভীর
গ)
চলিত ভাষা বক্তৃতার উপযোগী
ঘ)
চলিত ভাষায় তৎসম শব্দের ব্যবহার কম
উত্তর: খ) চলিত ভাষা গুরুগম্ভীর
প্রশ্ন-৪৮: বিভিন্ন আঞ্চলিক ভাষাভাষীদের মধ্যে ভাবের আদান প্রদানে কোনটি অন্তরার হতে পারে? [চ. ’০৭]
ক)
যদি প্রত্যেকে আমরা আঞ্চলিক ভাষা পছন্দ করি
খ)
প্রত্যেক আঞ্চলিক ভাষাকে সর্বজনীন স্বীকৃতি দিলে
গ)
আঞ্চলিক ভাষার ওপর রাষ্ট্রের হস্তক্ষেপ হলে
ঘ)
আঞ্চলিক ভাষাকে তুচ্ছজ্ঞান করলে
উত্তর: খ) প্রত্যেক আঞ্চলিক ভাষাকে সর্বজনীন স্বীকৃতি দিলে
ক)
কথ্যভাষা
খ)
উপভাষা
গ)
সাধুভাষা
ঘ)
চলিত ভাষা
উত্তর: খ) উপভাষা
প্রশ্ন-৫০: উপভাষার আর এক নাম কী? [ব. ’০৮]
ক)
দেশীয় ভাষা
খ)
মূলভাষা
গ)
আঞ্চলিক ভাষা
ঘ)
বাংলা ভাষা
উত্তর: গ) আঞ্চলিক ভাষা