তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশ্ন ও উত্তর
১. প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন
হিসাব: করতে পারে— সুপার কম্পিউটার ।
২. বাস টপোলজি বলতে বোঝায়— যে
সংযোগের সাথে নোড কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি যুক্ত থাকে।
৩. স্ট্যাটিক ওয়েবসাইটে কেবল
যে ধরনের যোগাযোগ হয়— একমুখী।
৪. কম্পিউটারে গানের ইলেকট্রনিক
যন্ত্রপাতি সংযোগ দিতে ব্যবহৃত হয় — MIDI পোর্ট ।
৫. এ যাবৎকালের উদ্ভাবিত সবচেয়ে
দ্রুতগতির কম্পিউটার বাস হলো- ফায়ারওয়্যাল।
৬. কম্পিউটারের স্থায়ী মেমোরি— Read Only Memory (ROM)।
৭. ইনপুট ও আউটপুট ডিভাইসকে নির্দেশ
করে একমাত্র— হার্ডওয়্যার ।
৮. কম্পিউটারে প্রথম বাংলা লেখা
সম্ভব হয় – ১৯৮৭ সালে।
৯. যে Software install করতে
হয় না তাকে বলে— Portable software |
১০. Mac OS হলো— চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
১১. টাস্কবারের বাম দিকে থাকে—
Start বাটন ।
১২. অ্যাসেম্বলি ভাষায় লিখিত
কোডকে বলে— সাংকেতিক কোড বা নেমোনিক।
১৩. CIH ভাইরাস কম্পিউটারে বিশ্বব্যাপী
বিপর্যয় সৃষ্টি করে— ২৬ এপ্রিল ১৯৯৯।
১৪. কম্পিউটার প্রযুক্তি নির্ভর
করে– বিদ্যুতের উপস্থিতি ও অনুপস্থিতির উপর।
১৫. EBCDIC-তে ০ হতে ৯ সংখ্যার
জন্য ব্যবহৃত হয় – ১১১১।
১৬. বাইনারি ডেটাকে এক স্থান
থেকে অন্য স্থানে স্থানান্তরের অতিরিক্ত বিটকে বলে— প্যারিটি বিট।
১৭. বাইনারি ডিজিটকে সংক্ষেপে বলা হয়— বিট।
১৮. একই শ্রেণিভুক্ত ডেটাকে মানের
উর্ধ্বক্রম বা অধঃক্রম অনুসারে সাজানোকে বলে— সটিং।
১৯. অডিও ফাইল, ভিডিও ফাইল ইত্যাদি
হলো— অবজেক্ট টাইপের ডেটা।
২০. বায়োসেন্সরের প্রথম ধারণা
দেন— অধ্যাপক ক্লার্ক (১৯৬৫ সালে)।
২১. তথ্য-প্রযুক্তির ব্যাপক ব্যবহার
– শিল্প সাহিত্যকে করে তুলেছে সমৃদ্ধশালী।
২২. গুগল সার্চে সম্প্রতি যোগ
হয়েছে— ফ্রি প্যাটেন্ট এবং ট্রেডমার্ক সার্চ।
২৩. মুক্ত অপারেটিং সফটওয়্যার
অ্যান্ড্রয়েড-এর উদ্ভাবক—অ্যান্ডি রুবিন ও রিচমিনার।
২৪. CTR-এর নাম পরিবর্তন করে
IBM রাখা হয়— ১৯২৪ সালে।
২৫. Apple-এর প্রথম উদ্ভাবন ছিল—
একটি সাধারণ সার্কিট বোর্ড।
২৬. ইন্টেলের প্রথম পণ্য ছিল—
Shift Register Memory |
২৭. RARP-এর পূর্ণরূপ — Reverse Address Resolution Protocol
২৮. IP-এর মধ্যে প্রটোকল থাকে—৪
ধরনের ।
২৯. সাধারণত ছোটোখাটো পরিসরের
নেটওয়ার্কগুলোতে ব্যবহৃত হয়— Net Beui |
৩০. প্রতিটি অকটেক্ট/ বাইট পৃথক
করা থাকে— ডট (.) দ্বারা।
৩১. Access Control List (ACL)-এর দুইটি প্রধান ধরণ— Standard and Extended I
৩২. প্রথম ইন্টারনেট ব্যবহারকারী
দেশ – যুক্তরাষ্ট্র।
৩৩. POP-এর পূর্ণরূপ — Post
Office Protocol ।
৩৪. বুলিয়ান এলজেবরার প্রক্রিয়া
দুটি পরিপূরক এবং যোগ।
৩৫. টেলিকনফারেন্সিং– ৩ প্রকার।
৩৬. ‘ওরাকল' যে ধরনের প্রোগ্রাম—
ডাটাবেস।
৩৭. Electronic Fund
Transfer (EFT) সম্ভব হয়েছে— ই-কমার্স-এর ফলে।
৩৮. বাংলাদেশ সাবমেরিন কেবল নেটওয়ার্কের
সাথে যুক্ত হয়— ২০০৪ সালে।
৩৯. বিশ্বগ্রাম ধারণার পূর্ণাঙ্গ
বাস্তবায়ন হলো— Internet of Things (IOM)।
৪০. বায়োমেট্রিক্সে ব্যবহৃত
সবচেয়ে জনপ্রিয় প্রযুক্তি হলো— ফিঙ্গারপ্রিন্ট।
৪১. বুলেটিন বোর্ড দেখতে অনেকটা
স্কুল কলেজের নোটিশ বোর্ডের মতো।
৪২. SWIFT হলো— একটি আর্থিক পরিশোধ
পদ্ধতি।
৪৩. E-Commerce শব্দে 'E' শব্দের
তাৎপর্য হলো— Electronic
৪৪. টাম্বলার হলো— একটি মাইক্রোব্লগিং
এবং সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট।
৪৫. বাংলাদেশের সাবমেরিন ল্যান্ডিং
স্টেশন অবস্থিত— কক্সবাজারের ঝিলংঝায়।
৪৬. ভৌগোলিক বিস্তৃতি অনুসারে
কম্পিউটার নেটওয়ার্ক মূলত— ৪ প্রকার।
৪৭. Metropoliton Area
Network (MAN) এর বিস্তৃতি সাধারণত— ১০-৩০ কিমি পর্যন্ত।
৪৮. নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থা
খুব দুর্বল হলো— Peer to Peer network-এর।
৪৯. IEEE 802.11 WiFi স্ট্যান্ডার্ডের
গতি সাধারণত— 54Mbps |
৫০. প্রত্যেকটি কম্পিউটার Hub
বা Switch-এর মাধ্যমে পরস্পর যুক্ত থাকে— স্টার টপোলজিতে।
৫১. যে যন্ত্রটিকে পোস্টম্যানের
সাথে তুলনা করা হয়— রাউটারকে।
৫২. হাইব্রিড টপোলজির উৎকৃষ্ট
উদাহরণ— ইন্টারনেট।
৫৩. নেটওয়ার্কের সমস্যা খুব
সহজে সমাধান করা যায়— মেশ টপোলজিতে।
৫৪. Router তৈরির ক্ষেত্রে বিশ্বব্যাপী
সুনাম অর্জন করে— Cisco (সিসকো)।
৫৫. রিয়েল টাইম অডিও-ভিডিও ডেটা
আদান-প্রদানে যা বেশি ব্যবহৃত হয়— অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন।
৫৬. FDMA-এর পূর্ণরূপ— Frequency Division Multiple Access ।
৫৭. Black Berry মোবাইল প্রথম বাজারে ছাড়া হয় – ১৯৯৯ সালে।
৫৮. সর্বপ্রথম ডিজিটাল ও প্রোগ্রামেবল
রোবট আবিষ্কার করেন—জর্জ ডেভল ।
৫৯. আধুনিক কম্পিউটারের দ্রুতগতির
মূলে রয়েছে—ইনটিগ্রেটেড সার্কিট।
৬০. রোবটের হাত ও পায়ের পেশি
বলে অভিহিত করা হয়— মোটরকে।
৬১. অনুমতি ব্যতীত কারো শিল্পকর্ম,
সাহিত্য, গবেষণা কর্ম ইন্টারনেটে
৬২. প্রকাশ করাকে বলে— পাইরেসি।
৬৩. CISC-এর পূর্ণরূপ —
Complex Instruction Set Computing
৬৪. গবেষণা কর্ম অতি সহজে মানুষের
কাছে পৌঁছে যাচ্ছে— তথ্য প্রযুক্তির কল্যাণে।
৬৫. ASCII-এর পূর্ণরূপ — American Standard Code for Information Interchange I
৬৬. ন্যানো প্রযুক্তির জনক বলা
হয়— আমেরিকার পদার্থবিদ রিচার্ড ফেইম্যানকে।