Type Here to Get Search Results !

কিভাবে সম্ভব ১৩০০ কোটি বছর আগের ছবি এখন ধারণ করা?

কিভাবে সম্ভব ১৩০০ বছর আগের ছবি এখন ধারণ করা?


কিভাবে সম্ভব ১৩০০ কোটি বছর আগের ছবি এখন ধারণ করা?

আমি কোনো বিজ্ঞান বিভাগের ছাত্র নাই, কৌতুহলবশত জানতে চাচ্ছি। আশা করি বুঝিয়ে দিবেন ভালো মতো।

বিজ্ঞান বিভাগের ছাত্র নয় এমন এক শিক্ষার্থীর সরল প্রশ্ন কিভাবে এতো তাড়াতাড়ি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাবিশ্বের ১৩৫০ বছর আগের ছবি ধারণ করলো। এটি মূলত বিজ্ঞান আলোচনা নাম একটি ফেইজবুকে গ্রুপে দেওয়া স্ট্যাটাস থেকে নেওয়া প্রশ্ন।

তার প্রশ্নটি অবশ্যই যুক্তিক তার মতো অনেক সহজ সরল মানুষের কাছে। কিন্তু বিজ্ঞানের কাছে এটি তার চেয়ে বেশি সহজ। প্রশ্নটির উত্তর দিয়েছে বিজ্ঞান চিন্তন অনেক মানুষ।

চলুন পড়ে আসি মানবিক বা ব্যবসায় শাখার শিক্ষার্থীর প্রশ্ন এবং বিজ্ঞান শাখার ছাত্রদের উত্তর-


কিভাবে ধারণ করলো নাসা

প্রশ্ন: আচ্ছা ছবিটা নিয়ে এতো যে আলোচনা চলছে! এটার সম্পুর্ণ ব্যাখ্যা বুঝলাম কিন্তু একটা বিষয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। আমরা চোখ দিয়ে যা দেখি ওই বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়ে, তার মানে বস্তুর দূরত্ব অনুযায়ী আমরা ওই বস্তুর আলো চোখে আসা পর্যন্ত সময় পরে বস্তুটি দেখতে পাচ্ছি।

এখন প্রশ্ন হলো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে তোলা ওই ছবিটিতে টেলিস্কোপ থাক করার সাথে সাথে এত দ্রুত আলো ওই টেলিস্কোপ এ এসে পৌছালো কিভাবে?

মহীতোষ কর্মকার লিখেছেন: সূর্যের দিকে তাকিয়ে একবার সূর্য কে দেখার পর কিছুক্ষন চোখ বন্ধ করে রাখুন,পরক্ষনে চোখ খুললেই সূর্য'কে দেখতে পাবেন, প্রায় আট মিনিট পরে নয়!

ব্যাখ্যা: সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে ৮ মিনিট ১৯ সেকেন্ড সময় লাগে। প্রশ্নকারের মতে আমরা চোখ খোলার ৮ মিনিট পর সূর্যের আলো দেখার কথা। কিন্তু আমরা চোখ খোলার সাথে সাথে আলো দেখি কেন? কারণ আলো প্রতিনিয়ত পৃথিবীতে আসতেছে, আমরা চোখ খোলার সাথে সাথে যে আলো দেখি তা মূল ৮ মিনিট ১৯ সেকেন্ড আগের আলো। অর্থাৎ আপনি এই মুহুর্তে সূর্যের যে আলো দেখছে তা ৮ মিনিট ১৯ আগের আলো।


কবির হোসাইন লিখেছেন: আমাদের জন্ম হওয়ার আগে থেকেই পৃথিবীতে আলো চলাচল হচ্ছে। তবে আমরা জন্মের পরপরই যেমন আলো সাথে সাথে দেখি, ঠিক জেমস টেলিস্কোপও মহাকাশের দিকে থাক করার সাথে সাথে মহাকাশ এর আলো দেখতে পায়। তবে এই আলো ১৩৫০ কোটি বছর আগের আলো কারণ তা প্রায় হাজার ৩০০ কোটি আলোক বছর দূর থেকে এসে জেমস টেলিস্কোপে পড়েছে।

যেমন টি সূর্য আলো ৮মিনিট ১৯ সেকেন্ডে পরে আসে এই তার তারতম্য বুঝি না ঠিক  এই জিনিস টার ক্ষেত্রেও তাই ঘটেছে। সুতরাং বাহিরের জগতের যে আলো আমরা দেখি না কেন আমরা সব সময় অতীত ই দেখে চলছি


অপর্ণা গায়েন লিখেছেন: আকাশের কোনো বিশাল দূরত্ব আমরা আলোকবর্ষ দিয়ে মাপি।

ধরি কোনো তারা যদি আমাদের থেকে ১০০ বছর আলোকবর্ষ দূরে থাকে তার মানে সেই তারার বর্তমান আলো আমাদের কাছে ভবিষ্যতে ১০০ পরে এসে পৌঁছাবে। আর এখন সেই তারাটার যে আলো আমরা দেখছি সেটা অতীতের ১০০ বছর আগের আলো।

এই ১০০ বছরের মাঝে  যদি তারাটি ধ্বংস হয়েও যায় তা হলেও তার থেকে নির্গত অতীতের আলোটি এসে পৌঁছাবে আমাদের কাছে। এমনও হতে পারে এখন যে তারাগুলি আমরা দেখছি তাদের অনেকেই হয়ত ধ্বংস হয়ে গেছে। তবুও তার আগের আলো এত কোটি বছর পর এসে পৌঁছাচ্ছে।


আরফাত মইন আরভি লিখেছেন: রাস্তায় আপনি যদি গাড়ির জন্য দাঁড়ান, তাহলে বিষয়টি এমন নয় যে, শুধুমাত্র আপনার জন্যই গাড়ি আসবে। গাড়ি অনবরত চলাচল করছে আর আপনি সুবিধা মত কোন একটাতে চড়ে (ধরতে পারলেন) বসলেন। বিষয় এটাই।

ব্যাখ্যা: অর্থাৎ আলো সেই আদিকাল থেকেই আসছে। কখন টেলিস্কোপ আবিষ্কার হবে কখন তার দিকে থাক করবে তার জন্য বসে নেই। যখনই টেলিস্কোপ থাক করলো টেলিস্কোপ তার প্রয়োজনীয় আলোটা ধরেছে মাত্র। কিন্তু তা ১৩৫০ কোটি বছর ধরে চলতে চলতে টেলিস্কোপে এসে পড়েছে।

 

Rahamatulla Sekh লিখেছেন: আমিও বিজ্ঞান এর ছাত্র নই, তবে সরল কথায় যেটা বুঝি সেটা হলো যে আলোগুলো আমাদের চোখ ধারণ করতে পারে না, সেটা টেলিস্কোপ ধরতে পারে।

 

Md Rony লিখেছেন: আমরা জানি আলো কোন বস্তু হতে প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়লে সেই বস্তুকে আমরা দেখতে পাই। মনে করেন আপনি এখন সূর্য থেকে আসা যে আলো দেখছেন তা কয়েক মিনিট পর পৃথিবীতে এসে পৌঁছেছে। তার মানে আপনি কয়েক মিনিট আগের সূর্যকে দেখছেন, বর্তমানকে নয়।


Labbayek Islam লিখেছেন: আলো তো ক্রমাগত আসতেই থাকে। আর দূরত্বের উপর নির্ভর করে যে আপনি কতক্ষণ আগের জিনিস টি দেখেছেন। যেমন ১ আলোক বর্ষ দূরের কোনো জিনিস যদি ১১ মাস আগেও হারিয়ে যায় তারপরও আপনি সেটা আরো ১ মাস ধরে দেখতে পারবেন।

১ আলোক বর্ষ মানে কি জানেন? আলোক বর্ষ বা আলোকবর্ষ (light-year, lightyear, ly) হলো একটি দৈর্ঘ্য পরিমাপের একক, যা দিয়ে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত দূরত্ব মাপা হয়। এক আলোক বর্ষ সমান .৪৬ ট্রিলিয়ন কিলোমিটার বা .৮৮ ট্রিলিয়ন মাইল। কিন্তু মহাবিশ্বের কাছে এক আলোক বর্ষ অনেক সামান্য একটু দূরত্ব।

 

Ashraful Alam লিখেছেন: ভাই সহজ করে বললে, আমরা সূর্যকে দেখি ৮ মিনিট ১৮ সেকেন্ড পূর্বের দশা। মানে ৮ মিনিট ১৮ সেকেন্ড পূর্বে যেমন ছিল তেমন দেখি। সূর্য থেকে আলো আসতে ৮ মিনিট ১৮ সেকেন্ড সময় লাগে বলে আমরা বর্তমানের সূর্য দেখতে পারি না। ঠিক তেমনই এই ইমেজের নক্ষত্রগুলো থেকে আলো আসতে ৪.৬ বিলিয়ন বছর লাগে বিদায় আমরা ৪.৬ বিলিয়ন বছর পূর্বের নক্ষত্ররাজি দেখতে পাচ্ছি। ধন্যবাদ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.