Type Here to Get Search Results !

এসএসসি পরীক্ষার নতুন তারিখ জানা গেছে

এসএসসি পরীক্ষার নতুন তারিখ জানা গেছে


এসএসসি পরীক্ষার নতুন তারিখ জানা গেছে

কভিড-১৯ এর কারনে এমনিতে লেখাপড়ার করুন দশা। শিক্ষার্থীরা পড়াশোনার ছন্দে ফিরতে না ফিরতেই আঘাত হানে প্রাকৃতিক দুর্যোগ। দেশের ১৭টি জেলায় বন্যার তাণ্ডবে আবারও লন্ডভন্ড হয়েগেছে সকল শিক্ষা প্লান। সকল পরীক্ষার সময় ফিছিয়ে যায় আবার। এরকম পরিস্থিতিতে কবে নাগাদ চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরু হবে তা এখনো স্পষ্ট করতে পারেনি শিক্ষা প্রশাসন। এই অস্পষ্ট অবস্থার মধ্যেই প্রশ্ন উঠেছে, ‘শিক্ষায় কী হবে’?

কভিডের কারণে পিছিয়ে যাওয়া ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলতি বছর ১৯ জুন থেকে শুরু হয়ে ৬ জুলাই শেষ করার কথা ছিল। জুনে প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে সিলেট অঞ্চল সহ দেশের ১৭ জেলায় ব্যাপক বন্যার কারনে সরকার ১৭ জুন পরীক্ষা স্থগিতের আদেশ দেয়।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আসছে সপ্তাহে বন্যা আক্রান্ত পরীক্ষার্থীদের হাতে পাঠ্যবই দেয়া হবে। এরপর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পরীক্ষার কবে হতে পারে আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবেন। সরকার ১৫ আগস্টের পর থেকে পরীক্ষার ঘোষণা দিতে পারেন। আগামী মাসের (আগস্ট) ১৮ তারিখ থেকে এসএসসি ২০২২ পরীক্ষা শুরুর বিষয়ে মতামত নেওয়া হয়েছে বলে গণ মাধ্যমকে জানিয়েছে একটি সূত্র।

বেশিরভাগ স্থানে বন্যার পানি নেমে গেছে। তবে এখনো অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে বলে মন্তব্য করেছেন, বোর্ডের সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

এসএসসি পরীক্ষার পরপরই এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা হতে পারে বলেও জানিয়েছে সূত্রটি। তবে এর মধ্যে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.