Type Here to Get Search Results !

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সর্বশেষ খবর নিয়ে সংবাদ সম্মেলন

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সর্বশেষ খবর নিয়ে সংবাদ সম্মেলন

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সর্বশেষ খবর নিয়ে সংবাদ সম্মেলন

২০২২ সালের এসএসসি পরীক্ষা হবে অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টম্বর। গত ১৫ তারিখের আপডেট মতে এই পরীক্ষা কথা ছিল আগস্টের মাঝামাঝি সময়ে। কিন্তু আগস্টে আবারও বন্য সম্ভবনা থাকায় তা পিছিয়ে ১৫ সেপ্টম্বর নির্ধারণ করা হয়েছে। কিন্তু এখনো নতুন রুটিন প্রকাশ করা হয়নি। 

আজ ১৭ জুলাই (রবিবার) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তার বক্তব্যে জানান চলতি বছরের এসএসসি পরীক্ষা গত ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও বন্যায় পাঁচটি শিক্ষাবোর্ডের পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে স্থগিত হয়েছে পরীক্ষা। দেশের অনেক জেলায় বন্যা পরিস্থিতি এখনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি তাই আমরা পরিকল্পনা করেছিলাম আগস্টের মাঝামাঝি সময়ে পরীক্ষা শুরু করতে। কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা বলে আগস্ট মাসে দেশের দক্ষিণাঞ্চলে বন্যা হওয়ার সম্ভাবনা আছে। 

এই সম্ভবনা থেকেই আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করে আগস্টের পরিবর্তে সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে পরীক্ষার দিন ঠিক করা হয়েছে। 

তিনি  আরো বলেন, যে সব এলাকায় শিক্ষার্থীদের বই নষ্ট হয়েগেছে তাদের জন্যে নতুন বই পাঠিয়ে দেওয়া হবে। বই পাঠানোর প্রক্রিয়া এর মধ্যে শুরু হয়েগেছে। আশা করছি শিক্ষার্থীরা খুব শীগ্রই বই হাতে পাবে। 

তিনি এইসএসসি পরীক্ষার বিষয়েও কথা বলেন সংবাদ সম্মেলনে। এইসএসসি পরীক্ষার বিষয়ে বলেন, সাধারণত এসএসসি পরীক্ষা ও এইসএসসি পরীক্ষার মধ্যে ২ মাসের একটি ব্যবধান থাকে। লজিস্টিকগত সমস্যার কারণে এই ব্যবধান রাখা হয়। এবার শিক্ষাবোর্ডগুলোকে একটু বেশি কষ্ট করতে হবে। এবার আমরা এসএসসি পরীক্ষার শেষ হওয়ার ৪৫ দিন পর এইসএসসি পরীক্ষা শুরু করতে চাচ্ছি। সেই হিসেবে বাকি সব কিছু ঠিক থাকলে আগামী নভেম্বরের শুরু থেকে এইসএসসি  পরীক্ষা শুরু করতে পারবো ইনশাল্লাহ। 

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.