Type Here to Get Search Results !

প্রাইমারি শিক্ষকদের অনলাইনে বদলি আবেদন শুরু

প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি আবেদন চালু হচ্ছে


প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি আবেদন চালু হচ্ছে

লম্বা সময় পর আবারও শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি প্রক্রিয়া। চলতি মাসের ২৭ তারিখ রোজ বুধবার থেকে এই প্রক্রিয়া শুরু হওয়ার কাথা আছে। সরকারে গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

আজ ২৬ জুলাই রোজ মঙ্গলবার শিক্ষান্ত্রলায় থেকে প্রেরণকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

অনেক বন্ধ থাকলেও অনেক শিক্ষক এটি চালু হওয়ার জন্য অধির আগ্রহে পহর গুনছিলেন এতোদিন। অবশেষে সেই আশা পুরণ হতে চলেছে সেই সকল শিক্ষকদের। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহিবুর রহমান।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাইমারি স্কুলের শিক্ষকদের বদলি সহজ ও জামেলামুক্ত করতে এবং এই কর্যক্রমে যাতে কোন টাকা পয়সা বা অবৈধ সুবিদা দিতে না হয় সেই জন্যই মূলত অনলাইনে বদলি কার্যক্রম আবেদন করাতে হবে।

গত জুনের ৩০ তারিখ গাজীপুরের কালিয়াকৈরে শিক্ষক বদলির এই কাজের পরীক্ষামূলক উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। গত ৩০ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত যে সব শিক্ষক বদলির আবেদন করেছেন তাদেরকে বদলির আওতায় আনা হবে। পাইলটিং কার্যক্রম শেষ হলে সারা দেশে সহকারী শিক্ষকদের অনলাইনে বদলির কার্যক্রম শুরু হবে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.