এক ঘুমে উধাও ২০ বছর!
৩৭ বছরের মার্কিন যুবক ড্যানিয়েল ২০২০ সালের জুলাইয়ের এক সকালে ঘুম ভেঙে রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করেন। এ কোন বাড়িতে তাকে আটকে রাখা হয়েছে?
সঙ্গে যে নারী রয়েছেন, তিনিই
বা কে? গোটা ঘটনায় অবাক হয়ে যান তার স্ত্রী রুথ। কেন তাকে চিনতে পারছেন না ড্যানিয়েল?
চমকের এখানেই শেষ নয়; কিছুক্ষণ পরেই আয়নার সামনে দাঁড়িয়ে ড্যানিয়েল প্রশ্ন করেন,
আমি এ রকম বুড়ো ও মোটা হয়ে গেলাম কী করে? এর পরে ড্যানিয়েল স্কুলে যাওয়ার প্রস্তুতি
নিতে শুরু করেন। ড্যানিয়েলের সঙ্গে যা হয়েছে, চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলা হয়
ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেশিয়া’।
এ সমস্যায় অনেকেরই কিছুটা স্মৃতি বিলোপ হয়ে যায়। ড্যানিয়েলের সঙ্গে সেটিই হয়েছে। এক ঘুমে ২০ বছরের স্মৃতি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেশিয়ার’ প্রধান কারণ মানসিক চাপ এবং আবেগতাড়িত সমস্যা।
পাথর হয়ে যাওয়া শিশু
সম্প্রতি বিরল জিনগত সমস্যার
কারণে পাঁচ মাসের শিশু লেক্সি রবিনস ‘পাথর হয়ে যাচ্ছে বলে জানান তার বাবা-মা। চিকিৎসকরা
বলছেন, প্রতি ২০ লাখ মানুষের মধ্যে একজন এ সমস্যায় আক্রান্ত হন। তারা বলছেন, এ রোগের
কোনও চিকিৎসা নেই। ফাইব্রডিসপ্লাজিয়া ওসিফিক্যান্স প্রগ্রেসিভা (FOP) নামের এ রোগে
আক্রান্ত ব্যক্তিদের শরীরে মাংসপেশী এবং কানেক্টিভ টিস্যুর টেন্ডন এবং লিগামেন্টগুলো
হাড়ে পরিণত হয়। এ রোগে আক্রান্ত হলে কঙ্কালের বাইরেও হাড়ের গঠন হতে পারে, ফলে চলাচল
প্রায় অসম্ভব হয়ে পড়ে। এজন্য এ রোগকে প্রায়ই ‘পাথর হয়ে যাওয়ার' সাথে তুলনা করা
হয়।