Type Here to Get Search Results !

পদ্মা ও যমুনা সেতুর তুলনামূলক চিত্র

পদ্মা ও যমুনা সেতুর তুলনামূলক চিত্র


পদ্মা ও যমুনা সেতুর তুলনামূলক চিত্র

বাংলাদেশের দীর্ঘতম সেতুগুলোর মধ্যে পদ্মা প্রথম ও যমুনা ২য়। পদ্ম সেতু চালু হয় ২০২২ সালের ২৫ জুন ২০২২ তারিখে অপর দিকে যমুনা বহুমুখি সেতু বা বঙ্গবন্ধু সেতু চালু করা হয় ২৩ জুন ১৯৯৮ সালে। সেতু দুটি বাংলাদেশের সড়ক যোগাযোগে অভূতপূর্ব পরিবর্তণ সাধন করেছে। 

নিচে সেতু দুটির তুলনামূলক চিত্র দেখানো হলো-

বিষয় পদ্ম সেতু বঙ্গবন্ধু সেতু
নদীর উপর পদ্মা যমুনা
সম্ভাব্যতা-সমীক্ষা পরিচালনা ১৯৯৯ সালে  ১৯৮৬ সালে
প্রত্যক্ষ্যভাবে জড়িত জেলা ৩টি- মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর ২টি- সিরাজগঞ্জ ও টাঙ্গাইল
ভিত্তিপ্রস্তর স্থাপন ৪ জুলাই ২০০১ ১০ এপ্রিল ১৯৯৪
দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার ৪.৮ কিলোমিটার
প্রস্থ ১৮.১০ মিটার ১৮.৫০ মিটার
লেন ৪টি ৪টি
সেতুর আয়ূষ্কার ১০০ বছর ১২০ বছর
স্প্যান ৪১টি ৪৯টি
পিলার/পিয়ার ৪২টি ৫০টি
পাইল ২৯৪টি ১২১টি
নির্মাণকারী  চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (চীন) হুন্দাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন (দক্ষিণ কোরিয়া)
অর্থায়নে বাংলাদেশ বাংলাদেশ, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও জাপান সরকার
উদ্বোধন ২৫ জুন ২০২২ ২৩ জুন ১৯৯৮
সেতুর নিরাপত্তায় প্রতিষ্ঠিত সেনানিবাস শেখ রাসেল সেনানিবাস (জাজিরা, শরীয়তপুর) বঙ্গবন্ধু সেনানিবাস (ভূঞাপুর, টাঙ্গাইল)
সেতুর নিরাপত্তায় প্রতিষ্ঠিত থানা পদ্মা সেতু উত্তর থানা (মুন্সিগঞ্জ) ও পদ্ম সেতু দক্ষিণ থানা (জাজিরা, শরীয়তপুর) বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা (টাঙ্গাইল) ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা (সিরাজগঞ্জ)
বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কম হওয়া সত্বেও পিলার সংখ্যা বেশি কিন্তু পদ্মা নদীতে ইলিশের চলাচল এবং নদীতে চর পড়ার কথা ভেবে কম পিলার দেওয়া হয়েছে। 

দক্ষিণাঞ্চলের ফেরি যুগের অবসান

২৫ জুন ২০২২ পদ্মা নদীর ওপর পদ্মা সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকা থেকে বরিশাল ও নৈসর্গিক সমুদ্র সৈকত কুয়াকাটায় ফেরিবিহীন সরাসরি সড়কপথে যোগাযোগ স্থাপন হয়। ঢাকা থেকে কুয়াকাটায় যেতে কমপক্ষে ১৩টি ফেরির স্থলে নির্মিত সেতুসমূহ-

সেতুর নাম নদী স্থান
বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ বুড়িগঙ্গা পোস্তগোল, ঢাকা
ধলেশ্বরী সেতু-১ ধলেশ্বরী মুন্সিগঞ্জ
ধলেশ্বরী সেতু-২ ধলেশ্বরী মুন্সিগঞ্জ
পদ্মা সেতু পদ্মা মুন্সিগঞ্জ-শরীয়তপুর
হাজী শরিয়তউল্লাহ সেতু আড়িয়াল খাঁ শিবচর, মাদারীপুর
মেজর এম এ জলিল সেতু সন্ধ্যা শিকারপুর, বাবুগঞ্জ
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু  সুগন্ধাদোয়ারিকা, বাবুগঞ্জ
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু
কীর্তনখোলা
বরিশাল
পায়রা সেতু পায়রা লেবুখালী, দুমকি, পটুয়াখালী
পটুয়াখালী সেতু পটুয়াখালী নদী পটুয়াখালী
শেখ কামাল সেতু আন্ধারমানিক কলাপাড়া, পটুয়াখালী
শেখ জামাল সেতু সোনাতলা কালাপাড়া, পটুয়াখালী
শেখ রাসেল সেতু বিশবাড়িয়া কলাপাড়া, পটুয়াখালী

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.