Type Here to Get Search Results !

এসএসসি পরীক্ষা ২০২৩ -এর প্রস্তুতি-০১

এসএসসি পরীক্ষা ২০২৩ -এর প্রস্তুতি-০১


এসএসসি পরীক্ষা ২০২৩ -এর প্রস্তুতি-০১

প্রিয় ব্যবসায় শাখার শিক্ষার্থীদের আজ তোমাদের জন্য নিয়ে আসলাম ব্যবসায় উদ্যোগ বিষয়ের ১ম অধ্যায়। তোমরা যারা ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে এখন থেকেই প্রস্তুতি নিতে থকো। ই-ফার্স্ট সবসময় তোমাদের সাথে আছে। 

বিঃদ্র: প্রতিটি প্রশ্নের উত্তর দেখতে সঠিক উত্তর লেখা বাটনে ক্লিক করুন। 

বিশেষ প্রস্তুতি

বিষয়: ব্যবসায় উদ্যোগ, অধ্যায়: ব্যবসায় পরিচিতি

প্রশ্ন-১: বিনিময়ের মাধ্যম হিসাবে কোন যুগে কাগজি মুদ্রার প্রচলন শুরু হয়? [সকল বোর্ড '২০]

ক) অতি প্রাচীন যুগে

খ) প্রাচীন যুগে

গ) মধ্যযুগে

ঘ) আধুনিক যুগে


উত্তর: গ) মধ্যযুগে


প্রশ্ন-২: ডা. আসপেনিয়ার প্রাইভেট ক্লিনিকের আয় কোন ধরনের কাজ? [সকল বোর্ড '২০]

ক) ব্যবসায়

খ) প্রত্যক্ষ সেবা

গ) বাণিজ্য

ঘ) পরোক্ষ সেবা

উত্তর: খ) প্রত্যক্ষ সেবা


প্রশ্ন-৩: ব্যবসার হলো- [সকল বোর্ড '১৯]

i. পণ্যদ্রব্যের উৎপাদন ও বণ্টন

ii. মুনাফার আশায় মাছ চাষ

iii. পরিবারের জন্য খাদ্য উৎপাদন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: ক) i ও ii


প্রশ্ন-৪: ব্যবসায়ের অন্তর্ভুক্ত কাজ কোনটি? [সকল বোর্ড '১৮]

ক) মুনাফা অর্জনের জন্য পরিচালিত কাজ

খ) সামাজিক উন্নয়নে পরিচালিত কাজ

গ) নিজস্ব পুকুরে মাছের চাষ করা

ঘ) বৈধতার সাথে মুনাফা অর্জনে পরিচালিত কাজ

উত্তর: ঘ) বৈধতার সাথে মুনাফা অর্জনে পরিচালিত কাজ


প্রশ্ন-৫: পরিবহন পণ্য কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? [সকল বোর্ড ‘১৮]

ক) সময়গত

খ) স্থানগত

গ) ঝুঁকিগত  

ঘ) তথ্যগত

উত্তর: খ) স্থানগত


প্রশ্ন-৬: কোনটি উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত?

ক) বীজ হতে চারা উৎপাদন

খ) সুতা হতে কাপড় তৈরি

গ) সৌরশক্তি হতে বিদ্যুৎ উৎপাদন

ঘ) পার্টস দিয়ে সাইকেল তৈরি

উত্তর: খ) সুতা হতে কাপড় তৈরি


প্রশ্ন-৭: ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাগুলোর পর্যায়- [সকল বোর্ড '১৭]

i. প্রাচীন যুগ

ii. মধ্যযুগ

iii. আধুনিক যুগ

নিচের কোনটি সঠিক

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: ঘ) i, ii ও iii


প্রশ্ন-৮: আধুনিক ব্যবসায়কে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়? [সকল বোর্ড '১৬]

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পাঁচ

উত্তর: খ) তিন


প্রশ্ন-৯: ঐতিহ্য ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান? [সকল বোর্ড '১৬]

ক) প্রাকৃতিক,

খ) রাজনৈকি

গ) সামাজিক

ঘ) অর্থনৈতিক

উত্তর: গ) সামাজিক


প্রশ্ন-১০: Porto Piqueno নামে কোন বন্দরটি অভিহিত? [সকল বোর্ড '১৬]

ক) চট্টগ্রাম

খ) পায়রা

গ) মংলা

ঘ) সপ্তগ্রাম

উত্তর: ঘ) সপ্তগ্রাম


প্রশ্ন-১১: পানি হতে বিদ্যুৎ তৈরি ও বণ্টন কোন শিল্প? [সকল বোর্ড '১৬]

ক) নির্মাণ

খ) সেবা

গ) উৎপাদন

ঘ) নিষ্কাশন

উত্তর: খ) সেবা


প্রশ্ন-১২: কোনটি প্রত্যক্ষ সেবামূলক পেশার অন্তর্ভুক্ত নয়? [সকল বোর্ড '১৫]

ক) চিকিৎসক

খ) শিক্ষক

গ) আইনজীবী

ঘ) মৎস্যজীবী

উত্তর: ঘ) মৎস্যজীবী


প্রশ্ন-১৩: ব্যবসায়ের ক্রমবিকাশের মধ্যযুগের পর্যায় কোনটি? [সকল বোর্ড '১৫]

 ক) দ্রব্য বিনিময়

খ) প্রযুক্তির উন্নয়ন

গ) কাগজি মুদ্রার প্রচলন

ঘ) ব্যাংক ও বিমা ব্যবস্থার সম্প্রসারণ

উত্তর: গ) কাগজি মুদ্রার প্রচলন


প্রশ্ন-১৪: সাধারণ অর্থে যেকোনো কাজের কর্মপ্রচেষ্টাকে কী বলে? [সকল বোর্ড '১৫]

ক) শখ

খ) শিল্প

গ) ব্যবসায়

ঘ) উদ্যোগ

উত্তর: ঘ) উদ্যোগ


প্রশ্ন-১৫: মি. সিমন বড়ুয়া খাগড়াছড়ির পাহাড়িয়া এলাকায় স্বল্প পুঁজি নিয়ে আনারস ও কলা চাষ করে ব্যাপকভাবে সফলতা পান।

মি. সিমন বড়ুয়ার ব্যবসায়ে সফলতার কারণ কী?  [সকল বোর্ড '১৫]

ক) ভূমি

খ) নদনদী

গ) ঐতিহ্য

ঘ) পুঁজি

উত্তর: ক) ভূমি


প্রশ্ন-১৬: দ্রব্য বিনিময় কোন যুগের নিদর্শন?

ক) প্রাচীন

খ) মধ্য

গ) আধুনিক

ঘ) প্রাগৈতিহাসিক

উত্তর: ক) প্রাচীন


প্রশ্ন-১৭: ব্যবসায়ে সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত কী?

ক) পণ্যের চাহিদা নির্ধারণ

খ) সঠিক প্রযুক্তি ব্যবহার

গ) সঠিক পণ্য নির্বাচন

ঘ) অভিজ্ঞতা ও শিক্ষা

উত্তর: গ) সঠিক পণ্য নির্বাচন


প্রশ্ন-১৮: সরকারি নীতিমালা কোন পরিবেশের উপাদান?

ক) প্রাকৃতিক

খ) সামাজিক

গ) রাজনৈতিক

ঘ) আইনগত

উত্তর: গ) রাজনৈতিক


প্রশ্ন-১৯: পরিবহন কীসের শাখা? [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]

ক) শিল্প

খ) সেবা

গ) বানিজ্য

ঘ) পণ্য বিনিময়

উত্তর: গ) বানিজ্য


প্রশ্ন-২০: মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতা কখন বাড়তে থাকে?

ক) প্রাচীন যুগে

খ) মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে

গ) শিল্পবিপ্লবের পর

ঘ) ব্যাংক ও বিমার আবিষ্কারের পর

উত্তর: খ) মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে


প্রশ্ন-২১: বাণিজ্যের স্বত্বগত বাধা দূর হয় কীসের মাধ্যমে? [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]

ক) পণ্য বিনিময়ের মাধ্যমে

খ) বিজ্ঞাপনের মাধ্যমে

গ) গুদামজাতকরণের মাধ্যমে

ঘ) পরিবহনের মাধ্যমে

উত্তর: ক) পণ্য বিনিময়ের মাধ্যমে


প্রশ্ন-২২: ব্যবসায়ের ক্ষেত্রে রাজনৈতিক পরিবেশের উপাদান কোনটি?

ক) শিল্প আইন

খ) জাতি

গ) আইন-শৃঙ্খলা

ঘ) বাণিজ্য আইন 

উত্তর: গ) আইন-শৃঙ্খলা


প্রশ্ন-২৩: মুনাফার উদ্দেশ্যে জেলে কর্তৃক মাছ চাষকে কী বলা হয়? [মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকা]

ক) বাণিজ্য

খ) সেবা

গ) প্রাথমিক শিল্প

ঘ) ব্যবসায়

উত্তর: ঘ) ব্যবসায়


প্রশ্ন-২৪: ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কখন? [মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকা]

ক) প্রাচীন যুগে

খ) মধ্য যুগে

গ) আধুনিক যুগে

ঘ) প্রগৈতিহাসিক যুগে

উত্তর: খ) মধ্য যুগে


প্রশ্ন-২৫: কোনটি আধুনিক ব্যবসায়ের একটি গুরত্বপূর্ণ শাখা? [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]

ক) বাণিজ্য

খ) শিল্প

গ) তথ্য প্রযুক্তি

ঘ) প্রত্যক্ষ সেবা

উত্তর: ঘ) প্রত্যক্ষ সেবা


প্রশ্ন-২৬: সপ্তগ্রাম সমুদ্রবন্দর কোথায়?

ক) চট্টগ্রামে

খ) মংলায়

গ) করাচি

ঘ) পশ্চিমবঙ্গ

উত্তর: ঘ) পশ্চিমবঙ্গ


প্রশ্ন-২৭: ভোক্তার কাছে পণ্য বা সেবা প্রেরণের বাধা দূর করে কোনটি? [মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকা]

ক) ব্যবসায়

খ) শিল্প

গ) বানিজ্য

ঘ) উৎপাদন

উত্তর: গ) বানিজ্য


প্রশ্ন-২৮: পরিবহন ধর্মঘট কোন পরিবেশের উপাদান? [বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ]

ক) রাজনৈতিক

খ) সামাজিক

গ) অর্থনৈতিক

ঘ) আইনগত

উত্তর: ক) রাজনৈতিক


প্রশ্ন-২৯: পানি হতে বিদ্যুৎ তৈরি ও বণ্টন কোন শিল্প? [রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ]

ক) নির্মাণ

খ) সেবা

গ) উৎপাদন

ঘ) নিষ্কাশন

উত্তর: ঘ) নিষ্কাশন


প্রশ্ন-৩০ নিচের কোনটি রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত?

ক) শিক্ষা ও সংস্কৃতি

খ) শিল্প আইন

গ) আইনশৃঙ্খলা

ঘ) মানবসম্পদ

উত্তর: গ) আইনশৃঙ্খলা


প্রশ্ন-৩১: অতীতকাল থেকে আজ পর্যন্ত জামদানি শাড়ির কসর বিদ্যমান। এটি সামাজিক পরিবেশের কোন উপাদানের ফলাফল? [নবাব ফয়জুন্নেছা সরকারি বাধিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা]

ক) ঐতিহ্য

খ) সংস্কৃতি

গ) প্রযুক্তি

ঘ) বিজ্ঞান

উত্তর: ক) ঐতিহ্য


প্রশ্ন-৩২: ব্যবসায়ে উৎপত্তির পেছনে মূল কারণ কী? [কুমিল্লা মডার্ন হাই স্কুল; ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম]

ক) মুনাফা অর্জন

খ) মানুষের অভাব বোধ

গ) সেবার মনোভাব

ঘ) শিল্পবিপ্লব

উত্তর: খ) মানুষের অভাব বোধ


প্রশ্ন-৩৩: উৎপাদনের বাহন কোনটি? [কুমিল্লা মডার্ন হাই স্কুল]

ক) প্রত্যক্ষ সেবা

খ) পরিবহন

গ) শিল্প

ঘ) বাণিজ্য

উত্তর: গ) শিল্প


প্রশ্ন-৩৪: ম্যাটসুসিটা কোন দেশের প্রতিষ্ঠিত কোম্পানি? [কুমিল্লা মডার্ন হাই স্কুল]

ক) বাংলাদেশ

খ) জাপান

গ) চীন

ঘ) ভারত

উত্তর: খ) জাপান


প্রশ্ন-৩৫: কত শতাব্দীতে এদেশে এসে পুর্তগিজরা বাণিজ্য করতে শুরু করে? [ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ, কুমিল্লা]

ক) পঞ্চদশ শতাব্দীতে

খ) ষোড়শ শতাব্দীতে

গ) বিংশ শতাব্দীতে

ঘ) একবিংশ শতাব্দীতে

উত্তর: খ) ষোড়শ শতাব্দীতে


প্রশ্ন-৩৬: সমুদ্র থেকে মুক্তা সংগ্রহ কোন শিল্পের অন্তর্গত? [যশোর জিলা স্কুল]

ক) উৎপাদন

খ) সেবা

গ) প্রজনন

ঘ) নিষ্কাশন

উত্তর: ঘ) নিষ্কাশন


প্রশ্ন-৩৭: অর্থ-উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত বিভিন্ন সেবাকর্মকে কী বলে? [বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম]

ক) ব্যবসা

খ) বাণিজ্য

গ) প্রত্যক্ষ সেবা

ঘ) বিমা

উত্তর: ক) ব্যবসা


প্রশ্ন-৩৮: ব্যবসায় কোন ধরনের কর্মকাণ্ড?

ক) ব্যক্তিগত

খ) পারিবারিক

গ) সামাজিক

ঘ) অর্থনৈতিক

উত্তর: ঘ) অর্থনৈতিক


প্রশ্ন-৩৯: হাঁসমুরগির খামার কোন শিল্পের উদাহরণ? [চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়]

ক) প্রজনন

খ) নিষ্কাশন

গ) সেবা

ঘ) উৎপাদন

উত্তর: ক) প্রজনন


প্রশ্ন-৪০: সুনামগঞ্জের হাওড় ও বিলের ওপর ভিত্তি করে জনাব রকি মৎস্য প্রকল্প চালু করে লাভবান হন। জনাব রকির সফলতার কারণ কী? [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]

ক) সামাজিক পরিবেশ

খ) রাজনৈতিক পরিবেশ

গ) প্রাকৃতিক পরিবেশ

ঘ) আইনগত পরিবেশ

উত্তর:গ) প্রাকৃতিক পরিবেশ


প্রশ্ন-৪১: ব্যবসায় পরিবেশ কয় প্রকার? [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]

ক) ৩ প্রকার

খ) ৪ প্রকার

গ) ৫ প্রকার

ঘ) ৬ প্রকার

উত্তর: ঘ) ৬ প্রকার


প্রশ্ন-৪২: ঐতিহ্য কোন পরিবেশের উপাদান? [সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়]

ক) প্রাকৃতিক পরিবেশের

খ) অর্থনৈতিক পরিবেশের

গ) সামাজিক পরিবেশের

ঘ) আইনগত পরিবেশের

উত্তর: গ) সামাজিক পরিবেশের


প্রশ্ন-৪৩: বিনিময়ের মাধ্যম হিসেবে শামুক ও ঝিনুকের ব্যবহার কোন যুগে প্রচলিত ছিল। [বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়|

ক) প্রাচীন

খ) মধ্য

গ) মোগল

ঘ) আধুনিক

উত্তর: খ) মধ্য


প্রশ্ন-৪৪: পরিবহন কোন ধরনের শিল্প?

ক) প্রজনন

খ) নির্মাণ

গ) উৎপাদন

ঘ) সেবা

উত্তর: ঘ) সেবা


প্রশ্ন-৪৫: ৫০. বাসাবাড়িতে গ্যাস সরবরাহ কোন শিল্পের অন্তর্গত? [বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়|

ক) সেবা

খ) গ্যাস

গ) উৎপাদন

ঘ) প্রক্রিয়াভিত্তিক

উত্তর: ক) সেবা


প্রশ্ন-৪৬: ব্যবসায়ের ক্রমবিকাশের ধারায় মধ্যযুগের পর্যায়ে বিকাশ ঘটে [বরিশাল জিলা স্কুল]

ক) দ্রব্য বিনিময়

খ) কাগজি মুদ্রার প্রচলন

গ) প্রযুক্তির উন্নয়ন

ঘ) শিল্পকারখানার বিকাশ

উত্তর: খ) কাগজি মুদ্রার প্রচলন


প্রশ্ন-৪৭: Porto Piqueno নামে কোন বন্দরটি অভিহিত? [বরিশাল জিলা স্কুল]

ক) চট্টগ্রাম

খ) পায়রা

গ) মংলা

ঘ) সপ্তগ্রাম

উত্তর: ঘ) সপ্তগ্রাম


প্রশ্ন-৪৮: মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক হওয়ার ক্ষেত্রে অবদান রাখে- [বরিশাল জিলা স্কুল|

ক) প্রজনন শিল্প

খ) নির্মাণ শিল্প

গ) সেবা শিল্প

ঘ) উৎপাদন শিল্প

উত্তর: গ) সেবা শিল্প


প্রশ্ন-৪৯: নার্সারি কোন শিল্পের অন্তর্গত? [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর]

ক) নির্মাণ

খ) প্রজনন

গ) উৎপাদন

ঘ) নিষ্কাশন

উত্তর: খ) প্রজনন


প্রশ্ন-৫০: বাণিজ্যের কাজ হলো- [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]

i. পণ্য বিনিয়োগ

ii. উৎপাদন

iii. বিজ্ঞাপন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: খ) i ও iii

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.