Type Here to Get Search Results !

প্রশ্ন-উত্তরে কাজী নজরুল ইসলামের জীবনী

প্রশ্ন-উত্তরে কাজী নজরুল ইসলামের জীবনী


প্রশ্ন-উত্তরে কাজী নজরুল ইসলামের জীবনী

কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। এই মহান ব্যক্তির জীবন বৈচিত্রতায় পরিপূর্ণ। আজ এমন মহান ব্যক্তির জীবনী আমরা প্রশ্ন-উত্তরের মাধ্যমে তুলেধরলাম। 

প্রথম জীবন

কাজী নজরুল ইসলমা (১৮৯৯-১৯৭৬)

জন্ম: ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ/২৪ মে ১৮৯৯।

  • - নজরুল লেটোর দলে যোগ দেন এবং দলের জন্য পালা গান রচনা করেন- বারো বছর বয়সে।
  • - ১৯১৪ সালে ময়মনসিংহের দরিরামপুর হাই স্কুলে ভর্তি হন- সপ্তম শ্রেণিতে।
  • - ৪৯ নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন- ১৯১৭ সালে।


প্রথমলেখা

  • - প্রথম প্রকাশিত লেখা- বাউণ্ডেলের আত্মকাহিনী (গল্প) [২২তম বিসিএস]। এটি 'সওগাত' পত্রিকায় প্রকাশিত হয়।
  • - প্রথম প্রকাশিত কবিতা- মুক্তি। এটি বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় ১৩২৬ বঙ্গাব্দে প্রকাশিত হয়।
  • - তার প্রথম কাব্যগ্রন্থ- অগ্নিবীণা (১৯২২)। এ কাব্যের প্রথম কবিতা 'প্রলয়োল্লাস' [১০ম বিসিএস]। 'বিদ্রোহী' এ কাব্যের দ্বিতীয় কবিতা [১৯তম বিসিএস]। 'বিদ্রোহী' কবিতাটি ১৯২২ সালে সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রকাশিত হয়। কাব্যটি উৎসর্গ করেন বারীন্দ্র কুমার ঘোষকে।
  • - প্রথম প্রকাশিত গ্রন্থ এবং প্রথম গল্পগ্রন্থ- ব্যথার দান [২০তম বিসিএস]।
  • - প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ- যুগবাণী
  • - প্রথম প্রকাশিত উপন্যাস - বাঁধনহারা।
  • - প্রথম প্রকাশিত নাটক-ঝিলিমিলি ।
  • - প্রথম প্রকাশিত প্রবন্ধ- তুর্ক মহিলার ঘোমটা খোলা।
  • - প্রথম নিষিদ্ধ গ্রন্থ- যুগবাণী।

 

উল্লেখযোগ্য সাহিত্যকর্ম

  • - কাব্যগ্রন্থ: অগ্নিবীণা (১৯২২), দোলনচাপা (১৯২৩), বিষের বাঁশী (১৯২৪) [২১তম বিসিএস], সাম্যবাদী (১৯২৫), সর্বহারা (১৯২৬), ঝিঙেফুল (১৯২৬), ফণিমনসা (১৯২৭), সিন্ধু হিন্দোল (১৯২৭), জিঞ্জির (১৯২৮), সন্ধ্যা (১৯২৯), চক্রবাক (১৯২৯)।
  • - উপন্যাস: বাঁধনহারা (১৯২৭), কুহেলিকা (১৯৩১), মৃত্যুক্ষুধা (১৯৩০) [২৬তম, ২৪তম বিসিএস]।
  • - গল্পগ্রন্থ: ব্যথার দান (১৯২২), রিভের বেদন (১৯২৫), শিউলিয়া (১৯৩১)।
  • - প্রবন্ধগ্রন্থ: যুগবাণী, রুদ্রমঙ্গল, ধূমকেতু, রাজবন্দীর জবানবন্দী, দুর্দিনের যাত্রী।
  • - নাটক: ঝিলিমিলি (১৯৩০), আলেয়া (১৯৩১),
  • - মধুমালা (১৯৫৯), পুতুলের বিয়ে।
  • - সম্পাদিত পত্রিকা: ধূমকেতু (১৯২২), লাঙ্গ (১৯২৫), দৈনিক নবযুগ (১৯২০; যুগ্ম-সম্পাদক)।
  • - অনুবাদ গ্রন্থ: রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম, রুবাইয়াৎ-ই-হাফিজ।
  • - সঙ্গীত গ্রন্থ: বুলবুল (১৯২৮), চোখের চাতক (১৯৩০), চন্দ্রবিন্দু (১৯৩০), গুলবাগিচা (১৯৩৪), রাঙাজবা। [২০তম বিসিএস]

কাজী নজরুলের ৫টি গ্রন্থ নিষিদ্ধ হয়। গ্রন্থগুলো হচ্ছে যুগবাণী, ভাঙ্গার গান, প্রলয়শিখা, বিষের বাঁশী ও চন্দ্রবিন্দু।

  • - বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস - বাঁধনহারা। এ উপন্যাসে পত্রসংখ্যা রয়েছে ১৮টি। নজরুল এ উপন্যাসটি উৎসর্গ করেন নলিনীকান্ত সরকারকে।
  • - যে কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল- আনন্দময়ীর আগমনে। [২২তম বিসিএস]
  • - পুরস্কার: কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক 'জগত্তারিণী স্বর্ণপদক' (১৯৪৫), ভারত সরকার কর্তৃক ‘পদ্মভূষণ' (১৯৬০), রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক 'ডি-লিট' (১৯৬৯), ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক 'ডি-লিট' (১৯৭৪), বাংলাদেশ সরকার কর্তৃক 'একুশে পদক' (১৯৭৬)।
  • নজরুল মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন- ১৯৪২ সালের ১০ জুলাই। নজরুলকে ভারত থেকে বাংলাদেশে স্থায়ীভাবে আনা হয় এবং জাতীয় কবির মর্যাদা দেয়া হয়- ১৯৭২ সালে।
  • - তাকে নাগরিকত্ব প্রদান করা হয়- ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি।
  • - বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা- কাজী নজরুল। রণসঙ্গীতটি ১৯২৮ সালে ‘নতুনের গান' শিরোনামে ঢাকারশিখা' পত্রিকায় প্রকাশিত হয়। কবিতাটি বর্তমানে ‘সন্ধ্যা' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। পরে এর নাম হয় 'চল্‌ চল্‌ চল্‌'। কবিতাটির ২১ লাইন রণসঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে।
  • - তার নির্বাচিত কবিতার সংকলন/সংগ্রহ- 'সঞ্চিতা' ১৯২৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
  • - সংকলনটি উৎসর্গ করা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। [১৬তম বিসিএস]
  • - নজরুল 'চিত্তনামা' কাব্যটি লিখেছেন চিত্তরঞ্জন দাসকে নিয়ে এবং মরু-ভাস্কর কাব্যটি লিখেছেন হযরত মুহাম্মদ (স)-কে নিয়ে।
  • - নজরুল প্রথম ঢাকায় আসেন- ১৯২৬ সালে।

মৃত্যু: ২৯ আগস্ট ১৯৭৬ খ্রিস্টাব্দে, ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ অঙ্গনে তিনি চিরনিদ্রায় শায়িত।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.