Type Here to Get Search Results !

তুরস্কের নাম পরিবর্তন করা হয়েছে, কি রাখা হয়েছে নতুন নাম?

তুরস্কের নাম পরিবর্তন করা হয়েছে, কি রাখা হয়েছে নতুন নাম?


তুরস্কের নাম পরিবর্তণ, কি রাখা হয়েছে নতুন নাম?

রাষ্ট্রীয় নাম পরিবর্তন করেছে তুরস্ক। দেশটি এখন থেকে 'তুর্কিয়ে' (Turkiye) নামে বিশ্ববাসীর কাছে পরিচিতি পাবে। ২০২১ সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দেশটির নাম পরিবর্তন করে তুর্কিয়ে রাখার ঘোষণা দেন। তুর্কিয়ে শব্দটি তুর্কি জাতির সংস্কৃতি, সভ্যতা এবং মূল্যবোধকে সুন্দরভাবে উপস্থাপন করে। ভাষাতেও তুরস্ক শব্দটিকে তুর্কিয়ে বলা হয়।

২৬ মে ২০২২ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু জাতিসংঘের কাছে তুরস্কের নাম পরিবর্তন করতে চিঠি পাঠান। তুরস্কের কাছ থেকে অনুরোধ পাওয়ার পর ২ জুন ২০২২ জাতিসংঘ তুর্কিয়ে নাম কার্যকর করে। তুরস্ক বর্তমানে বিশ্বে ‘টার্কি' (Turkey) হিসেবে পরিচিত। বাংলাদেশে যেটি তুরস্ক হিসেবে পরিচিত। অটোমান সাম্রাজ্যের আমলে তুরস্কের মধ্যযুগীয় ল্যাটিন নাম ছিল Turchia/Turquia (তার্কিয়া) যার অর্থ তুর্কিদের দেশ।

আধুনিক বানানে Turkey নামটি এসেছে আনুমানিক ১৭১৯ সালে। যদিও দেশটি ২৪ জুলাই ১৯২৩ স্বাধীন হয়েছিল। ইংরেজি ভাষার ক্যামব্রিজ অভিধানে Turkey শব্দটির অন্যতম অর্থ ‘যে জিনিস চরমভাবে ব্যর্থ, নির্বোধ বা বোকা ব্যক্তি'। আবার উত্তর আমেরিকার বড় জাতের মোরগ বা মুরগি ফাসিনিডিয়া পরিবারের অন্তর্ভুক্ত মেলিগ্রিসের ইংরেজি নামও Turkey

ইংরেজি বানান একই। পশ্চিমা বিশ্ব ঐতিহ্যগতভাবে থ্যাংকস গিভিং অনুষ্ঠান কিংবা ক্রিসমাস উৎসবে অতিথি আপ্যায়নে Turkey মুরগি পরিবেশন করে। এ সকল কারণেই নাম পরিবর্তন। নতুন নাম পরিচিত করার ক্যাম্পেইনের আওতায় তুরস্কে উৎপাদিত সব পণ্যে এখন Made in Turkiye লেখা থাকবে। দেশটির পর্যটন খাতের স্লোগান হিসেবে ব্যবহার করা হবে Hello Turkiye।

কিছু দেশের প্রাচীন ও বর্তমান নাম

এশিয়া মহাদেশ

বর্তমান নাম প্রাচীন নাম
বাংলাদেশ পূর্ববঙ্গ
পূর্ব বাংলা
পূর্ব পাকিস্তান
কম্বোডিয়া কম্পুচিয়া
খেমার প্রজাতন্ত্র
চীন ক্যাথে
ইন্দোনেশিয়া ডাচ ইস্ট ইন্ডিয়া
নেদারল্যান্ডস ইস্ট ইন্ডিজ
ইরাক মেসোপটেমিয়া
ব্যাবিলন
অ্যাসেরীয়
জাপান নিপ্পন
নিহন
মিয়ানমার ব্রহ্মদেশ
বার্মা
মালয়েশিয়া মালয়
মালয় ল্যান্ড
সৌদিয়া আরব সৌদিয়া
ভিয়েতনাম ফেঞ্চ ইন্দোচায়না
তাইওয়ান ফরমোজা

ইউরোপের দেশ

বর্তমান নাম প্রাচীন নাম
আলবেনিয়া আর্বানন
বেলারুশ বেলারুশিয়া
চেক প্রজাতন্ত্র বোহেমিয়া
ফ্রান্স গল
জার্মানি ডয়েচল্যান্ড
রাশিয়া সোভিয়েত ইউনিয়ন
সার্বিয়া যুগ্লোস্লাভিয়া
সুইজারল্যান্ড হেলভেসিয়া

আফ্রিকান দেশ

বর্তমান নাম প্রাচীন নাম
অ্যাঙ্গোলা পশ্চিম আফ্রিাকা
বেনিন দাহোমি
বতসোনিয়া বেচুয়ানাল্যান্ড
বুরকিনা ফাসো আপার ভোল্টা
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র কঙ্গো ফ্রি স্টেট
বেলজিয়ান কঙ্গো
জায়ার
কঙ্গো প্রজাতন্ত্র ফ্রেঞ্চ কঙ্গো
জিবুতি ফ্রেঞ্চ সোমালিল্যান্ড
আফার্স ল্যান্ড দ্য ইসাস
ইথিওপিয়া আবিসিনিয়া
ঘানা গোল্ড কোস্ট
গিনি বিসাউ পর্তুগিজ গিনি
কেনিয়া বৃটিশ পূর্ব আফ্রিকা
লেসোথো বাসুতোল্যান্ড
মাদাগাস্কার মালাগাছি
নামিবিয়া দক্ষিণ-পশ্চিম আফ্রিকা
তানজানিয়া ট্যাঙ্গানিকা এন্ড জাঞ্জিবার
জাম্বিয়া উত্তর রোডেশিয়া


আমেরিকার দেশ

বর্তমনা নাম প্রাচীন নাম
বেলিজ ব্রিটিশ হন্ডুরাস
বলিভিয়া বলিভার
কলম্বিয়া গ্রানাডিয়া
নুয়েভা গ্রানাডা
গায়ানা ব্রিটিশ গায়ানা
পেরু পেরুভিয়ান প্রজাতন্ত্র
সুরিনাম ডাচ গায়ানা


ওশেনিয়ার দেশ

বর্তমান নাম প্রাচীন নাম
অস্ট্রেলিয়া নিউ হল্যান্ড
কিরিবাতি গিলবার্ট দ্বীপপুঞ্জ
টুভ্যালু এলিস দ্বীপপুঞ্জ
ভানুয়াতু        নিউ হেব্রিডিস

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.