Type Here to Get Search Results !

মাদ্রাসা থেকে স্কুল/কলেজে যোগদান করা শিক্ষকদের এমপিও ট্রান্সফার করার নিয়ম

মাদ্রাসা থেকে স্কুল/কলেজে যোগদান করা শিক্ষকদের এমপিও ট্রান্সফার করার নিয়ম


মাদ্রাসা থেকে স্কুল/কলেজে যোগদান করা শিক্ষকদের এমপিও ট্রান্সফার করার নিয়ম

মাদ্রাসা/কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠান হতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষক/কর্মচারীর এমপিওভুক্তির লক্ষ্যে অনলাইন সিস্টেম (emis.gov.bd) -এ আবেদনের নির্দেশিকা

আপনি ইচ্ছা করলে আমাদের পোস্ট ফলোকরে কাজটি শেষ করতে পারবেন, অথবা আপনি চাইলে ডাউনলোড বাটনে ক্লিক করে  সম্পূর্ণ নির্দেশিকাটি  ডাউনলোড করতে পারবেন-

মাদ্রাসা থেকে স্কুল/কলেজে যোগদান করা শিক্ষকদের এমপিও ট্রান্সফার করার নিয়ম

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর/কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠান হতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক/কর্মচারীর এমপিওভুক্তির লক্ষ্যে অনলাইন সিস্টেমে আবেদনের জন্য প্রতিষ্ঠান প্রধান “Transfer” আবেদন করার জন্য নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করবেন:

১। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষকদের জন্য:

(ক) যে সমস্ত শিক্ষকের বেতন ভাতাদি পূর্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের EMIS সিস্টেম হতে প্রসেস করা হতো ( ইনডেক্সের শুরুতে ‘M’ নাই) তাদের জন্য “Transfer” আবেদনের ফরমে পূর্ববর্তী প্রতিষ্ঠানের ধরণ মাদ্রাসা সিলেক্ট করতে হবে। অতঃপর ইনডেক্স নম্বরের ঘরে শিক্ষকের ইনডেক্স নম্বর টাইপ করে “TAB”/ENTER” চাপতে হবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের “MEMIS” সিস্টেমে উক্ত ইনডেক্স কর্তন করা থাকলে শিক্ষকের তথ্য পেইজ এর নিচে প্রদর্শিত হবে।

মাদ্রাসা থেকে স্কুল/কলেজে যোগদান করা শিক্ষকদের এমপিও ট্রান্সফার করার নিয়ম

মাদ্রাসা শিক্ষা অধিদপ্ততরের "MEMIS" হতে শিক্ষকের প্রাপ্ত নিচের ফরমে প্রদর্শিত হবে। 

মাদ্রাসা থেকে স্কুল/কলেজে যোগদান করা শিক্ষকদের এমপিও ট্রান্সফার করার নিয়ম

অন্যান্য ধাপ যথারীতি পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।

(খ) যে সমস্ত শিক্ষক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের “MEMIS” সিস্টেমে হতে ইনডেক্স পেয়েছেন (ইনডেক্সের শুরুতে M’ রয়েছে) তারা প্রথমে emis.gov.bd সিস্টেমে রেজিস্ট্রেশন করে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনুমোদন করতে হবে।

মাদ্রাসা থেকে স্কুল/কলেজে যোগদান করা শিক্ষকদের এমপিও ট্রান্সফার করার নিয়ম

অতঃপর প্রতিষ্ঠান প্রধান “Transfer” আবেদনের ফরমে পূর্ববর্তী প্রতিষ্ঠানের ধরণ “মাদ্রাসা সিলেক্ট করবেন। এরপর ইনডেক্স নম্বরের ঘরে শিক্ষকের ইনডেক্স নম্বুর টাইপ করে “TAB”/ “ENTER” দিয়ে শিক্ষক/কর্মচারী নির্বাচনের ঘর হতে রেজিষ্ট্রেশনকৃত সংশ্লিষ্ট শিক্ষককে সিলেক্ট করবেন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের “MEMIS সিস্টেমে উক্ত ইনডেক্স কর্তন করা থাকলে শিক্ষকের তথ্য পেইজ এর নিচে প্রদর্শিত হবে।

মাদ্রাসা থেকে স্কুল/কলেজে যোগদান করা শিক্ষকদের এমপিও ট্রান্সফার করার নিয়ম

মাদ্রাসা শিক্ষা অধিদপ্ততরের "MEMIS" হতে শিক্ষকের প্রাপ্ত নিচের ফরমে প্রদর্শিত হবে।

মাদ্রাসা থেকে স্কুল/কলেজে যোগদান করা শিক্ষকদের এমপিও ট্রান্সফার করার নিয়ম

অন্যান্য ধাপ যথারীতি পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।

২। কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষকদের জন্য:

কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষকগণ প্রথমে emis.gov.bd সিস্টেমে রেজিস্ট্রেশন করে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনুমোদন করতে হবে।

মাদ্রাসা থেকে স্কুল/কলেজে যোগদান করা শিক্ষকদের এমপিও ট্রান্সফার করার নিয়ম

অতঃপর প্রতিষ্ঠান প্রধান “Transfer” আবেদনের ফরমে পূর্ববর্তী প্রতিষ্ঠানের ধরণ “কারিগরি সিলেক্ট করবেন। এরপর ইনডেক্স নম্বরের ঘরে শিক্ষকের ইনডেক্স নম্বর টাইপ করে “|TAB”/ “ENTER” দিয়ে শিক্ষক/কর্মচারী নির্বাচনের ঘর হতে রেজিষ্ট্রেশনকৃত সংশ্লিষ্ট শিক্ষককে সিলেক্ট করবেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের সিস্টেমে উক্ত ইনডেক্স কর্তন করা থাকলে শিক্ষকের তথ্য পেইজ এর নিচে প্রদর্শিত হবে।

মাদ্রাসা থেকে স্কুল/কলেজে যোগদান করা শিক্ষকদের এমপিও ট্রান্সফার করার নিয়ম

কারিগরি শিক্ষা অধিদপ্তরের সিস্টেম হতে শিক্ষকের প্রাপ্ত তথ্য নিচের ফরমে প্রদর্শিত হবে। মাদ্রাসা/কারিগরি অধিদপ্তর হতে প্রাপ্ত তথ্য

মাদ্রাসা থেকে স্কুল/কলেজে যোগদান করা শিক্ষকদের এমপিও ট্রান্সফার করার নিয়ম
অন্যান্য ধাপ যথারীতি পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.