Type Here to Get Search Results !

ব্রাজিলের সকল খেলা ২০২২ বিশ্বকাপ - All Football Matches of Brazil 2022

ব্রাজিলের সকল খেলা ২০২২ বিশ্বকাপ - All Football Matches of Brazil 2022


ব্রাজিলের সকল খেলা ২০২২ বিশ্বকাপ - All Football Matches of Brazil 2022

ব্রাজিলের খেলা: বিশ্বকাপ ২০২২ এর গ্রুপ পর্বে ৩২টি দলকে ৮গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপ ৪টি করে দল। গ্রুপ পর্বে প্রতিটি দল প্রতিটি দলের সাথে খেলবে। অর্থাৎ প্রতিটি গ্রুপের ৪টি দলের ৩টি খেল। এখন পর্যন্ত ব্রাজিল তিনটি দলের সাথে খেলবে। গ্রুপ পর্বে ব্রাজিলের খেলা ৩টি।

ব্রাজিলের সকল খেলা

ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ সার্বিয়া। বিশ্বকাপে ব্রাজিলের সকল খেলার প্রথম খেলাটি সার্বিয়ার সাথে ২৫ নভেম্বর। ব্রাজিলের খেলা এবং সর্বিয়ার খেলার মধ্যে তোলনা করলে ব্রাজিল এগিয়ে থাকবে। সে হিসেবে ব্রাজিল প্রথম খেলায় এগিয়ে থাকছে। ব্রাজিল বনাম সার্বিয়া খেলাটি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে। 

ব্রাজিলের খেলা ২য়টি ২৮ নভেম্বর সুইজারল্যান্ডের সাথে। সুইজারল্যান্ড ইউরোপের দল হিসেবে ব্রাজিলকে সহজে ছেড়ে দিবে না। অপর দিকে ব্রাজিলও তাদের সেরা একাদশ নিয়ে কাতার যাচ্ছে বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরার জন্য। ব্রাজিলের খেলা ২য়টিতেও ব্রাজিল জিতে যাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। কাজেই ব্রাজিল গ্রুপ পর্বে জিতে গেল ২টি ম্যাচ। ব্রাজিলের এই খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০ টায়। 

বিশ্বকাপ ফুটবল ২০২২ খেলার বাংলাদেশ সময় (PDF Download)


গ্রুপ পর্বে ব্রাজিলের খেলা ৩য়টি ৩ ডিসেম্বর ২০২২ শুরু হবে। ব্রাজিলের খেলা এই পর্যায়ে প্রতিপক্ষ ক্যামেরুন। ক্যামেরুনকে বাদ দিয়ে ভাবা যায় না। ক্যামেরুনও ফাইট করবে ব্রাজিলের সাথে। তবে শেষ হাসিটা হাসবে ব্রাজিল। সেই হিসেবে ব্রাজিল গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জিতে হয়ে যাবে গ্রুপ চ্যাম্পিয়ন। ব্রাজিলের খেলা ৩য়টি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

বিশ্বকাপ ফুটবল ২০২২: গ্রুপ ফর্মেশন

গ্রুপ A: কাতার,ইকুয়েডর, নেদারল্যান্ড, সেনেগাল। 
গ্রুপ B: ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র, ওয়ালেস। 
গ্রুপ C: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড। 
গ্রুপ D: ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, তিউনেশিয়া। 
গ্রুপ E: স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান। 
গ্রুপ F: বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া। 
গ্রুপ G: ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন। 
গ্রুপ H: পর্তুগাল, ঘানা, লুইজ সুয়ারেজের উরুগুয়ে, সাউথ কোরিয়া।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.