Type Here to Get Search Results !

আজকের খেলা: ব্রাজিল বনাম সার্বিয়া - BRA Vs. SER Live Qatar World Cup 2022

আজকের খেলা: ব্রাজিল বনাম সার্বিয়া - BRA Vs. SER Live Qatar World Cup 2022


আজকের খেলা: ব্রাজিল বনাম সার্বিয়া - BRA Vs. SER Live Qatar World Cup 2022

ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ খেলা: বিশ্বকাপের পর্দা ওঠেছে আজ ৪ দিন। এবাবের বিশ্বকাপের সবচেয়ে দামী ফুটবলারদের দল ব্রাজিল। ২২ বারের মতো বিশ্বকাপ মঞ্চ কাপাতে কাতারের লুসেইল স্টেডিয়ামে নামবে সাম্বা ফুটবল খ্যাত ব্রাজিল। বিশ্বকাপের মতো মাল্টি নেশনাল দলের খেলায় ব্রাজিলই একমাত্র সফল দল যারা ৫বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এদিকে সার্বিয়া বিশ্বকাপে মঞ্চে এই নিয়ে ১৩ বার অংশ নিতে কাতার এসেছে। বিশ্বকাপে সার্বিয়া যুগোস্লাভিয়া হিসেবে ১৯৩০ ও ১৯৬২ বিশ্বকাপে চতুর্থ স্থান হওয়ার গৌরব অর্জন করেছে। 

আজ (২৫/১১/২০২২) বাজিলের প্রতিপক্ষ সর্বিয়া। ব্রাজিল বনাম সার্বিয়া খেলাটি মাঠে গড়াবে রাত ১টায়। ইংরেজী ক্যালেন্ডারে দিনটি ২৫ নভেম্বর হলেও বাংলা হিসেব মতে দিনটি মূলত ২৪ নভেম্বর রাত ১টা। 

ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ খেলা কোথায় দেখবেন

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বাংলাদেশের ১টি সরকারি টিভি চ্যানেলসহ মোট ৩টি চ্যানেলে সরাসরি সম্প্রচার করছে। আপনি যদি ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ ম্যাচ টি টিভিতে দেখতে চান সেক্ষেত্রে BTV, Gazi TV অথবা T-Sports চ্যানেলে দেখতে পারবেন। 

টিভিতে ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ খেলা

  • বাংলাদেশ: BTV, Gazi TV, T-Sports
  • ভারত: Sports18, Sports18 HD, Sony TV Networks
  • পাকিস্তান: ARY Digital Network
  • নেপাল: Media Hub Private Limited
  • ভারতীয় উপমহাদেশ: Sony Network


ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ কম্পিউটার বা ল্যাপটপে

কম্পিউটার লেপটপে ব্রাজিল বনাম সার্বিয়া খেলা বা বিশ্বকাপের যে কোন খেলা দেখার সবচেয়ে ভালো উপায় হলো অনলাইন স্টিমিং লিংক। কিছু কিছু স্পোর্টস অনলাইন সাইট আছে যেগুলোতে খুব ভালো মানের ছবি সরাসরি ব্রডকাস্ট করে। অনলাইনে খেলা দেখার একটি অসুবিধা হলো খেলা কমপক্ষে ১ মিনিট পিছিয়ে চলে অপর অসুবিধাটি হলো স্ট্রিমিং আটকে যাওয়া। নেটওয়ার্কের আপ-ডাউন হলেও লাইভ স্ট্রিমিং আটকে যায়। তবে আমরা চেষ্টা করেছি সবচেয়ে ভালো মানের স্ট্রিমিং লিংকগুলো সংগ্রহ করতে। নিচে দুটি স্ট্রিমিং লিংক দেওয়া হলো, চেষ্টা করে দেখতে পারেন।

ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ লিংক -০১

ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ লিংক -০২


মোবাইলে ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ খেলা

বাংলাদেশী মোবাইল এপস Toffee তে সবচেয়ে ভালো মানের স্ট্রিম সম্প্রচারিত হচ্ছে ফিফা বিশ্বকাপ। কোন প্রকার বাপারিং ছাড়াই ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ Toffee তে দেখা যাচ্ছে। Toffee খেলা দেখার দুটি উপায় আছে একটি ফ্রি অপরটি প্রিমিয়াম। ফ্রি এবং প্রিমিয়াম দুই এর মধ্যে কোন পার্থক্য নাই। প্রিমিয়ামে শুধু মাত্র এডভার্টাইসম্যান্ট বা এডস দেখায় না। অপর দিকে ফ্রি ভার্সনে ১০ সেকেন্ডের জন্য একটা এড দেখায় তাও খেলা শুরু হওয়ার আগে এবং পরে। কাজেই ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ খেলা দেখার জন্য টিভির পরে প্রথম পছন্দ।

ভারত থেকে যারা মোবাইলে ব্রাজিল বনাম সার্বিয়া খেলার লাইভ দেখার কথা ভাবছেন তাদের জন্য JioCinema মোবাইল এপ সমাধান। প্লে স্টোর থেকে JioCinema এপসটি ডাউনলোড করে তারপর ব্রাজিল বনাম সার্বিয়া খেলাটি উপভোগ করুন।


ToffeeLive এপস ডাউনলোড করার পদ্ধতি

আপনার মোবাইলে ব্রাজিল বনাম সার্বিয়া খেলাটি দেখতে চাইলে আপনার মোবাইলের এপস স্টোর Play Store খুলে Toffeee লিখে সার্চ দিলে নিচের ছবির মতো একটি এপ্লিকেশন সফটওয়্যার দেখতে পাবেন। এপ্লিকেশনটির নিচে Install লেখা বাটনে ক্লিক করুন।

Toffee App


Install বাটনে ক্লিক করার সাথে সাথে ইন্সটলেশন প্রসেস শুরু হবে। প্রসেস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ইন্সটল হয়ে গেলে Open বাটনে ক্লিক করুন। এরপর নিচের ছবিতে লাল দাগ দিয়ে চিহ্নিত বাটনে ক্লিক করে ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ ম্যাচ সহ বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচগুলো উপভোগ করুন।

আজকের খেলা: ব্রাজিল বনাম সার্বিয়া - BRA Vs. SER Live Qatar World Cup 2022

Toffee App অথবা JioCinema সরাসরি ডাউনলোড নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

ToffeeDownload(download)

JioCinemaDownload(download)




ব্রাজিল বিশ্বকাপ স্কোয়াড ২০২২

গোল কিপার

এলিসন (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)

ডিফেন্ডার        

মারকুইনহোস (PSG), এডার মিলিতাও (রিয়েল মাদ্রিদ), থিয়াগো সিলভা (চেলসি), দানিলো (জুভেন্টাস), অ্যালেক্স টেলস (সেভিলা), দানি আলভেস (পুমাস UNAM (MEX), অ্যালেক্স স্যান্ড্রো (জুভেন্টাস), ব্রেমার (জুভেন্টাস)

মিডফিল্ডার   

ফ্যাবিনহো (লিভারপুল), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল ইউনাইটেড), মিডফিল্ডার ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), মিডফিল্ডার লুকাস পাকেটা (ওয়েস্ট হ্যাম), মিডফিল্ডার এভারটন রিবেইরো (ফ্ল্যামেঙ্গো),

ফরোয়ার্ড 

গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), নেইমার (PSG), অ্যান্টনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রড্রিগো (রিয়াল মাদ্রিদ), রাফিনহা           (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম), পেড্রো (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল জেসাস (আর্সেনাল)


সার্বিয়া বিশ্বকাপ স্কোয়াড ২০২২

গোলরক্ষক

মার্কো দিমিত্রোভিচ, ভাঞ্জা মিলিঙ্কোভিচ-সাভিক প্রেড্রাগ রাজকোভিচ

ডিফেন্ডার

স্টেফান মিত্রোভিচ, ফিলিপ ম্লাদেনোভিচ, স্ট্রাহিনজা পাভলোভিচ, মিলোস ভেলজকোভিচ, স্ট্রাহিনজা ইরাকোভিচ, শ্রীদান বাবিক, নিকোলা মিলেনকোভিচ।

মিডফিল্ডার

নেমাঞ্জা গুডেলজ, ফিলিপ কস্টিক, নেমাঞ্জা মাকসিমোভিচ, সার্জেজ মিলিনকোভিচ-সাভিক, সাসা লুকিক, আন্দ্রিজা, জিভকোভিচ, উরোস রেসিক, ইভান ইলিক, ডার্কো লাজোভিচ, মার্কো গ্রুজিক।

আক্রমণকারী

আলেকসান্ডার মিত্রোভিচ, লুকা জোভিচ, দুসান ভ্লাওভিচ, নেমাঞ্জা রাডোনজিক, ফিলিপ ডুরিকিক, দুসান তাডিক।


Brazil Vs Serbia Live in Europe - ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ খেলা ইউরোপ

ইউরোপ (ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন): আলবেনিয়া, আর্মেনিয়া, অস্ট্রিয়া, আজারবাইজান, বেলারুশ, বেলজিয়াম, বসনিয়া-হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া; জর্জিয়া, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইসরায়েল, কাজাখস্তান, কসোভো, লাটভিয়া, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মেসিডোনিয়া, মাল্টা, মলদোভা, মন্টিনিগ্রো, নেদারল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র; রোমানিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, তুরস্ক, ইউক্রেন।


ব্রাজিল বনাম সার্বিয়া সরাসরি সম্প্রচার মধ্যপ্রচ্য ও উত্তর আফ্রিকা

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশ (beIN স্পোর্টস): আলজেরিয়া, বাহরাইন, চাদ, ডিজিবুতি, মিশর, ইরান, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মরক্কো ফিলিস্তিন অঞ্চল, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন; অ-এক্সক্লুসিভ: চাদ, ডিজিবুতি, মৌরিতানিয়া, সোমালি, সুদান।


ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ খেলা সাব-সাহারান

সাব-সাহারান আফ্রিকা (সুপারস্পোর্ট, নিউ ওয়ার্ল্ড টিভি, আরএফআই - রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল): অ্যাঙ্গোলা, বেনিন, বতসোয়ানা, বুরকিনা ফাসো, বুরুন্ডি, ক্যামেরুন, কেপ ভার্দে, আফ্রিকান প্রজাতন্ত্র, কমোরোস, কঙ্গো, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, নিরক্ষীয় গিনি, ইরিত্রিয়া , ইথিওপিয়া, গ্যাবন, গাম্বিয়া, ঘানা, গিনি, গিনি-বিসাউ, আইভরি কেনিয়া, লেসোথো, লাইবেরিয়া, মাদাগাস্কার, মালাউই, মালি, মরিশাস, মায়োট, মোজাম্বিক, নামিবিয়া, নাইজার, নাইজেরিয়া, রিইউনিয়ন, রুয়ান্ডা, সাও টোমে সেন এবং প্রিন্স সেশেলস, সিয়েরা লিওন, সোকোট্রা, দক্ষিণ আফ্রিকা, সেন্ট হেলেনা এবং অ্যাসেনশন, সোয়াজিল্যান্ড, তানজানিয়া, টোগো, উগান্ডা, জাম্বিয়া, জানজিবার, জিম্বাবুয়ে, অ-এক্সক্লুসিভ: চাদ, জিবুতি, মৌরিতানিয়া, সোমালিয়া (সোমালিল্যান্ড), দক্ষিণ সুদান এবং সুদান।

 

সার্বিয়া বনাম ব্রাজিল লাইভ খেলা দক্ষিণ আমেরিকা

দক্ষিণ আমেরিকা (DirecTV ল্যাটিন আমেরিকা): আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, প্যারাগুয়ে, পেরু, ডোমিনিকান প্রজাতন্ত্র, উরুগুয়ে।


সার্বিয়া বনাম ব্রাজিল লাইভ খেলা ওশেনিয়া

ওশেনিয়া (ডিজিসেল, এফবিসি): আমেরিকান সামোয়া, কুক দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়ার ফেডারেটেড স্টেটস, ফিজি, ফ্রেঞ্চ পলিনেশিয়া, ফুটুনা দ্বীপ, কিরিবাতু (গিলবার্ট দ্বীপপুঞ্জ), নাউরু, নিউ ক্যালেডোনিয়া, নিউ, পাপুয়া নিউ গিনি, সামোয়ান দ্বীপপুঞ্জ, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা , টুভালু (পূর্বে এলিস দ্বীপ), ভানুয়াতু, ওয়ালিস দ্বীপ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.