Type Here to Get Search Results !

কাতার বনাম ইকুয়েডর সরাসরি সম্প্রচার - Ecuador Vs. Qatar Live World Cup 2022

 

কাতার বনাম ইকুয়েডর সরসরি সম্প্রচার - Ecuador Vs. Qatar Live World Cup 2022

কাতার বনাম ইকুয়েডর সরাসরি সম্প্রচার - Ecuador Vs. Qatar Live World Cup 2022

কাতার বনাম ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২২। আজ ২০ নভেম্বর সেই দিন যে দিনের জন্য ক্রিড়া প্রেমী মানুষ দীর্ঘ ৪ বছর অপেক্ষা করেছে। ইকুয়েডর বনাম কাতার ম্যাচটি আল বায়াত স্টেডিয়ামে আজ রাত ৯টায় শুরু হবে। 

কাতার বনাম ইকুয়েডর লাইভ খেলা

  • ইভেন্ট: বিশ্বকাপ ২০২২
  • প্রতিপক্ষ: কাতার বনাম ইকুয়েডর
  • সময়: বাংলাদেশ সময় রাত ৮টা থেকে উদ্ভোধনী অনুষ্ঠান
  • ম্যাচ শুরু: বাংলাদেশ সময় রাত ৯টা
  • মাঠ: আল বায়াত স্টেডিয়াম, কাতার। 

কাতার বনাম ইকুয়েডর লাইভ কোথায় দেখবেন

বাংলাদেশের গাজী টিভি এবং টি-স্পোর্ট কাতার বনাম ইকুয়েডর ম্যাচটি সরসরি সম্প্রচার করবে। Toffee Live এপসও খেলাটি সম্প্রচার করবে। কাতার বনাম ইকুয়েডর লাইভ খেলা ভারতের সনি টিভি নেটওয়ার্ক এবং মোবাইল এসপ জিওসিনেমা সম্পচার করবে। 

কিছু কিছু অনলাইন ভিত্তিক ওয়েভ সাইট তাদের নিজেদের ওয়েভ সাইটেও স্ট্রিমিং করবে। অনেক গুলো ওয়েভ সাইট থেকে কাতার বনাম ইকুয়েডর ম্যাচ সম্প্রচারকারী ২টি লিংক নিচে দেওয়া হলো। যে কোন একটি লিংকে ক্লিক করার মাধ্যমে আপনারা মোবাইল বা কম্পিউটারে কাতার বনাম ইকুয়েডর খেলাটি ‍উপভোগ করতে পারবেন। 

কাতার বনাম ইকুয়েডর সরাসরি লিংক -০১


ইকুয়েডর বনাম কাতার সরাসরি লিংক -০২


কাতার বনাম ইকুয়েডর লাইভ কখন

কাতার বনাম ইকুয়েডর খেলাটি কাতার আল বায়াত স্টেডিয়াম থেকে বাংলাদেশ সময় রাত ৯টায় সম্প্রচার শুরু হবে। 

কাতার একাদশ (কাতারের খেলোয়াড়)

Goal Keepers

Saad Al-Sheeb, Yousof Hassan, Meshaal Barsham    

Defender

Pedro Miguel, Abdelkarim Hassan3, Tarek Salman, Musaab Khidir, Homam Ahmed, Bassam Al-Rawi, oualem Khoukhi, Salem Al-Hajri, Jassem Abdulsallam

Midfielders

Mohammed Waad, Abdulaziz Hatem, Ali Asad, Karim Boudiaf, Ismail Mohamad, Assim Madibo, Naif Al Hadhrami, Moustafa Tarek

Forwards

Ahmed Alaaeldin, Mohammed Muntari, Hassan Al-Haydos, Akram Afif, Khalid Muneer, Almoez Ali.


ইকুয়েডর একাদশ (ইকুয়েডরের খেলোয়াড়)

Goalkeeper

Moisés Ramírez, Hernán Galíndez, Alexander Domínguez

Defenders

Piero Hincapié, Félix Torres, William Pacho, Jackson Porozo, Robert Arboleda, Xavier Arreaga, Pervis Estupiñán, Diego Palacios, Angelo Preciado.

Midfields

Moisés Caicedo, José Cifuentes, Alan Franco, Jeremy Sarmiento, Ayrton Preciado, Romario Ibarra, Gonzalo Plata, Ángel Mena, Michael Estrada, Carlos Gruezo, Jhegson Méndez

Forward

Enner Valencia, Djorkaeff Reasco, Kevin Rodríguez

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.