শ্রীলংকা বনাম ইংল্যান্ড - Eng vs. SL Live T-20 World Cup
শ্রীলংকা বনাম ইংল্যান্ড: আজ দুপুর ২টায় মাঠে নামছে শ্রীলংকা বনাম ইংল্যান্ড। বলছিলাম টি-২০ ক্রিকেট বিশ্বকাপের কথা। আজকে শেষে হয়ে যাবে সেমিফাইন খেলার হিসাব নিকাশ, বিশেষ গ্রুপ-১ এর। উভয় দলের ৫ম ম্যাচ বিশ্বকাপ ক্রিকেট (টি-২০) এর ৩৯ তম ম্যাচ। দুপুর ১২টায় অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়াম থেকে খেলাটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের গাজী টিভি। ইংল্যান্ড বনাম শ্রীলংকা এর আগে টি-২০ তে মোট ১৩ বার মুখোমুখি হয়েছিল। ১৩ বারের দেখায় ৯ বার জয় পেয়েছিল ইংল্যান্ড এবং ৪ বার জয় পেয়েছে শ্রীলংকা।শ্রীলংকা বনাম ইংল্যান্ড খেলাটি কিভাবে দেখবেন
বাংলাদেশ থেকে খেলাটি গাজী টিভিতে সম্প্রচার করবে। বড় স্ক্রিনে খেলা দেখতে গাজী টিভির পর্দায় চোখ রাখুন। ছোট পর্দা যেমন মোবাইলে খেলা দেখতে Rabbitehole নামক একটি এপ্লিকেশন ইন্সটল করতে পারেন। শ্রীলংকা বনাম ইংল্যান্ড Rabbitehole এ দেখতে আপনাকে একটি নির্দিষ্ট ফি পরিশোধ করতে হবে। তাদের সাধারনত ৩ ধরনের প্যাকেজ আছে, দৈনিক ২০ টাকা, মাসিক ৯৯ টাকা, ৬ মাসিক ৪৯৯ টাকা। এই নির্দিষ্ট ফি পরিশোধ করে আপনি যে কোন খেলা বা প্রোগ্রাম দেখতে পারবেন।
বাংলাদেশের বাইরে কিভাবে দেখবেন
ইংল্যান্ড বনাম শ্রীলংকা লাইভ টিভিতে
এলাকা/দেশ | টিভি চ্যানেল | অনলাইন মাধ্যম |
---|---|---|
India | Star Network | Disney+ Hotstar |
Nepal, Bhutan, Sri Lanka, Maldives | Star Network | N/A |
Pakistan | PTV & ARY Digital Networks | TBC |
Bangladesh | Gazi TV | Rabbithole |
Canada | Times Internet (Willow) | Hotstar |
USA | Times Internet (Willow) | ESPN+ |
USA, Central & South America and Mexico | N/A | ESPN+ |
Caribbean | ESPN | ESPN |
United Kingdom | Sky Sports | Sky Sports |
Sub Saharan Africa | SuperSport | SuperSport |
Singapore | StarHub | StarHub |
Malaysia | Astro | Yupp TV |
Hong Kong | Now TV | Now TV, Yupp TV |
Australia | Fox Sports | Kayo |
New Zealand | Sky Sport | Sky Sport |
PNG, Fiji & Pacific Islands | PNG Digicel | PNG Digicel |
Rest of the World(Continental Europe, SE Asia & Central /South America) | N/A | Yupp TV |
Continental Europeand SEA | NA | YuppTV |
Caribbean | ESPN | ESPN |
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ
ইংল্যান্ড বনাম শ্রীলংকা: জস বাটলার, অ্যালেক্স হেলস, ডেভিড মালান, হ্যারি ব্রুক, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।
শ্রীলংকার সম্ভাব্য একাদশ
ইংল্যান্ড বনা শ্রীলংকা: পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, চরিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থেকশানা, প্রমোদ মধুশান, লাহিরু কুমারা, কাসুন রাজিথা।
ইংল্যান্ড বনাম শ্রীলংকায় মাঠ ফ্যাক্টর
শ্রীলংকা বনাম ইংল্যান্ড: ২০২২ টি-২০ বিশ্বকাপে সিডনি ক্রিকেট গ্রাউন্ড (SCG)-তে প্রথম ব্যাট করা দলগুলি পাঁচটি খেলাই জিতেছে এবং তাও উল্লেখযোগ্য ব্যবধানে। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ১২টির মধ্যে ৯টিতে জিতেছে এবং ২০২২ সালে রান তাড়া করতে গিয়ে ১২টির মধ্যে ৯টিতে হেরেছে।