Type Here to Get Search Results !

ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা - France Vs. Australia Live steaming

ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা - France Vs. Australia Live steaming


ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা - France Vs. Australia Live steaming

আজ  (২৩/১১/২০২২) বিশ্বকাপ ফুটবল ২০২২ এর ৪র্থ দিন। বিশ্বকাপের ৪টি ম্যাচ আছে আজ। তারমধ্যে রাত ১টায় প্রথম খেলা ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া। ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া মধ্যকার খেলাটি মূলত ২২/১১/২০২২ রাত ১টায় কিন্তু হিসেব মতে তা ২৩/১১/২০২২ হয়ে যায়। কারণ ইংরেজী ক্যালেন্ডার অনুযায়ী রাত ১২টার পরপরই তারিখ বদলে যায়। কাজেই মনে রাখতে হবে রাত ১টায় যত খেলা আছে সবকটি ম্যাচ যে তারিখের রাত ১টায় দেখানো হয়েছে মূলত তা তার আগের তারিখের রাত ১টা। 

কনফিউশন দূর করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন আমাদের শেয়ার করা খেলার ফিক্সার/সময়সূচিটি ডাউনলোড করুন। আমাদের শেয়ার করা বিশ্বকাপ সময়সূচিতে সুন্দর করে কোন ম্যাচের পর কোন ম্যাচ অনুষ্ঠিত হবে তা সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে। 

ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা আপডেট

দেশ বনাম দেশ: ফ্রান্স বানাম অস্ট্রেলিয়া
কখন: ২৩/১১/২০২২ইং, রোজ বুধবার, রাত ১টা
কোথায়: এডুকেশন স্টেডিয়াম, কাতার

ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া লাইভ কিভাবে দেখবেন?

কাতার বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখার উত্তম উপায় হলো টেলিভিশন। বাংলাদেশে BTV, GAZI TV & T-SPORTS ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া খেলার লাইভ স্ট্রিম সম্প্রচার করবে। ভারতে Sports18 এবং Sports18 HD ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া খেলা দেখাবে। তাছাড়া সনি নেটওয়ার্ক সমগ্র ভারত উপমহাদেশে ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া খেলাটি সম্প্রচার করবে। ভারতে একমাত্র সনি টিভি নেটওয়ার্ক বিশ্বকাপ ফুটবলের লাইভ সম্প্রচার করার অধিকার ক্রয় করেছে।


ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া অনলাইনে

অনলাইন কিছু ওয়েভ সাইট খেলাটির লাইভ টেলিকাস্ট করবে। তবে কিছু কিছু সাইটে স্ট্রিমিং আটকে যায় অক্ষেণ বাপারিং করতে থাকে যা বিরক্তিকর। আমরা সবচেয়ে স্পিড দুটি সাইটের স্ট্রিমিং লিংক নিচে দিলাম। লিংক দুটির যে কোন একটিতে ক্লিক করে ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া খেলাটি দেখতে পারবেন।

ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া লাইভ লিংক -০১

 

ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া লাইভ লিংক -০২

ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া খেলা মোবাইলে

বাংলাদেশের মোবাইল এপস Toffee live এবং ভারতীয় মোবাইল এপস JeoCinema ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া মধ্যকার খেলাটি সরাসরি সম্প্রচার করবে। এবারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচ এপস দুটি তে দেখতে কোনরূপ সাবস্ক্রিপশ ফি পরিশোধ করতে হবে না। তবে JeoCinema এপসটি বাংলাদেশ থেকে ডাউনলোড বা ইন্সটল করা যাবে না।


ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া Toffee তে কিভাবে দেখবেন

আপনার মোবাইলের Play store এ গিয়ে Toffee লিখে সার্চ করুন। নিচের ছবির মতো দেখতে আইকনে ক্লিক করে Install বাটনে ক্লিক করুন। অথাব নিচে ডাউনলোড বাটনে ক্লিক করুন।


ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া লাইভ

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশ (beIN স্পোর্টস): আলজেরিয়া, বাহরাইন, চাদ, ডিজিবুতি, মিশর, ইরান, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মরক্কো ফিলিস্তিন অঞ্চল, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন; অ-এক্সক্লুসিভ: চাদ, ডিজিবুতি, মৌরিতানিয়া, সোমালি, সুদান।


বিশ্বকাপ ফুটবল ২০২২ লাইভ খেলা সাব-সাহারান

ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া

সাব-সাহারান আফ্রিকা (সুপারস্পোর্ট, নিউ ওয়ার্ল্ড টিভি, আরএফআই - রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল): অ্যাঙ্গোলা, বেনিন, বতসোয়ানা, বুরকিনা ফাসো, বুরুন্ডি, ক্যামেরুন, কেপ ভার্দে, আফ্রিকান প্রজাতন্ত্র, কমোরোস, কঙ্গো, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, নিরক্ষীয় গিনি, ইরিত্রিয়া , ইথিওপিয়া, গ্যাবন, গাম্বিয়া, ঘানা, গিনি, গিনি-বিসাউ, আইভরি কেনিয়া, লেসোথো, লাইবেরিয়া, মাদাগাস্কার, মালাউই, মালি, মরিশাস, মায়োট, মোজাম্বিক, নামিবিয়া, নাইজার, নাইজেরিয়া, রিইউনিয়ন, রুয়ান্ডা, সাও টোমে সেন এবং প্রিন্স সেশেলস, সিয়েরা লিওন, সোকোট্রা, দক্ষিণ আফ্রিকা, সেন্ট হেলেনা এবং অ্যাসেনশন, সোয়াজিল্যান্ড, তানজানিয়া, টোগো, উগান্ডা, জাম্বিয়া, জানজিবার, জিম্বাবুয়ে, অ-এক্সক্লুসিভ: চাদ, জিবুতি, মৌরিতানিয়া, সোমালিয়া (সোমালিল্যান্ড), দক্ষিণ সুদান এবং সুদান।

 

বিশ্বকাপ ২০২২ এর সময়সূচি (বাংলাদেশসময়)


২০২২ বিশ্বকাপ ফুটবল লাইভ খেলা দক্ষিণ আমেরিকা

ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া

দক্ষিণ আমেরিকা (DirecTV ল্যাটিন আমেরিকা): আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, প্যারাগুয়ে, পেরু, ডোমিনিকান প্রজাতন্ত্র, উরুগুয়ে।


কাতার বিশ্বকাপ ২০২২ লাইভ খেলা ওশেনিয়া

ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া

ওশেনিয়া (ডিজিসেল, এফবিসি): আমেরিকান সামোয়া, কুক দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়ার ফেডারেটেড স্টেটস, ফিজি, ফ্রেঞ্চ পলিনেশিয়া, ফুটুনা দ্বীপ, কিরিবাতু (গিলবার্ট দ্বীপপুঞ্জ), নাউরু, নিউ ক্যালেডোনিয়া, নিউ, পাপুয়া নিউ গিনি, সামোয়ান দ্বীপপুঞ্জ, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা , টুভালু (পূর্বে এলিস দ্বীপ), ভানুয়াতু, ওয়ালিস দ্বীপ। 

ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াড ২০২২

গোলরক্ষক: আলফোনস আরেওলা (ওয়েস্ট হ্যাম), হুগো লরিস (টটেনহ্যাম), স্টিভ মান্দান্ডা (রেনেস)

ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ (বায়ার্ন মিউনিখ), থিও হার্নান্দেজ (এসি মিলান), প্রেসনেল কিম্পেম্বে (প্যারিস সেন্ট জার্মেই), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), জুলেস কাউন্ডে (বার্সেলোনা), বেঞ্জামিন পাভার্ড (বায়ার্ন মিউনিখ), উইলিয়াম সালিবা (আর্সেনাল), ডেওট উপমেনকানো (বায়ার্ন মিউনিখ), রাফায়েল ভারানে (ম্যানচেস্টার ইউনাইটেড)

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), ইউসুফ ফোফানা (মোনাকো), মাত্তেও গুয়েনডোজি (মার্সেই), অ্যাড্রিয়েন রাবিওট (জুভেন্টাস), অরেলিয়ান চৌমেনি (রিয়াল মাদ্রিদ), জর্ডান ভেরেটআউট (মার্সেই)

ফরোয়ার্ড: করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), কিংলসে কোমান (বায়ার্ন মিউনিখ), উসমানে দেম্বেলে (বার্সেলোনা), অলিভিয়ের গিরুদ (এসি মিলান), আন্তোইন গ্রিজম্যান (অ্যাটলেটিকো মাদ্রিদ), কাইলিয়ান এমবাপ্পে (প্যারিস সেন্ট জার্মেই), র্যান্ডাল কোলো মুয়ানি (ইন্ট্রাল)। ফ্রাঙ্কফুর্ট), মার্কাস থুরাম, (বরুশিয়া মনচেংগ্লাডবাখ)


অস্ট্রেলিয়া বিশ্বকাপ ২০২২ স্কোয়াড

গোলরক্ষক: ম্যাট রায়ান (কোপেনহেগেন), অ্যান্ড্রু রেডমাইন (সিডনি এফসি), ড্যানি ভুকোভিচ (সেন্ট্রাল কোস্ট মেরিনার্স)।

ডিফেন্ডার: আজিজ বেহিস (ডান্ডি ইউনাইটেড), মিলোস ডিজেনেক (কলম্বাস ক্রু), বেইলি রাইট (সান্ডারল্যান্ড), হ্যারি সাউটার (স্টোক সিটি), ফ্রাঁ কারাসিক (ব্রেসিয়া), নাথানিয়েল অ্যাটকিনসন (হার্টস), জোয়েল কিং (ওবি), কাই রোলস (ওবি)। হার্টস), টমাস ডেং (আলবিরেক্স নিগাটা)।

মিডফিল্ডার: অ্যারন মুয় (সেল্টিক), জ্যাকসন আরভিন (সেন্ট পাওলি), আজডিন হরাস্টিক (ভেরোনা), রিলি ম্যাকগ্রি (মিডলসব্রো), ক্যামেরন ডেভলিন (হার্টস), কেনু ব্যাকস (সেন্ট মিরেন)।

ফরোয়ার্ড: ম্যাথু লেকি (মেলবোর্ন সিটি), আওয়ার ম্যাবিল (কাডিজ), জেমি ম্যাক্লারেন (মেলবোর্ন সিটি), মিচেল ডিউক (ফ্যাগিয়ানো ওকায়ামা), মার্টিন বয়েল (হাইবারনিয়ান), ক্রেইগ গুডউইন (অ্যাডিলেড ইউনাইটেড), গারং কুওল (সেন্ট্রাল কোস্ট মেরিনার্স), জেসন কামিংস (সেন্ট্রাল কোস্ট মেরিনার্স)।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.