Type Here to Get Search Results !

ইরান বনাম ইংল্যান্ড লাইভ খেলা - Iran Vs. England Live Match

ইরান বনাম ইংল্যান্ড লাইভ খেলা - Iran Vs. England Live Match


ইরান বনাম ইংল্যান্ড লাইভ খেলা - Iran Vs. England Live Match

আজ বিশ্বকাপ ফুটবল ২০২২ এর ২য় দিন। গতকাল কাতার বনাম ইকুয়েডর ম্যাচে ইকুয়েডর জয় পেয়েছে। আজ (২১/১১/২০২২) দুটি ম্যাচ আছে। বিশ্বকাপ ফুটবল ২০২২ আসরের ২য় ম্যাচ এবং আজকের ১ম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম ইরান। ২য় ম্যাচে মুখোমুখি হবে সেনেগাল বনাম নেদারল্যান্ড। ম্যাচ দুটি অত্যান্ত উপভোগ্য হবে। 

ইংল্যান্ড বনাম ইরান লাইভ খেলা আপডেট

  • কখন: ২১ নভেম্বর, ২০২২, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা
  • কোথায়: খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, কাতার

ইংল্যান্ড বনাম ইরান কিভাবে দেখবেন:

বাংলাদেশ থেকে ইংল্যান্ড বনাম ইরান: বাংলাদেশে ইংল্যান্ড বনাম ইরান খেলাটি বাংলাদেশ টেলিভিশন BTV, GAZI TV, T-SPORTS চ্যানেলে সম্প্রচার করবে। তাছাড়া বাংলাদেশী মোবাইল এপস Toffee Live ইংল্যান্ড বনাম ইরান খেলার লাইভ স্ট্রিম সম্প্রচার করবে। টফিতে খেলা দেখতে কোন প্রকার সাবস্ক্রিপশন ফি দিতে হবে না। একদম ফ্রিতে বিশ্বকাপ ফুটবল ২০২২ এর লাইভ স্ট্রিম করবে এপসটি। 

ভারত থেকে ইংল্যান্ড বনাম ইরান: ভারতে দুটি চ্যানেল খেলাটি টিভিতে সম্প্রচার করবে। Sports18 এবং Sports18 HD ইরান বনাম ইংল্যান্ড খেলার লাইভ সম্প্রচার করবে। তাছাড়া সনি টিভি নেটওয়ার্ক ভারতীয় সাবকন্টিন্টে বিশ্বকাপ ফুটবলের লাইভ সম্প্রচার করার কথা আছে। ভারতীয় মোবাইল এপস  JioCinema ফ্রিতে ইংল্যান্ড বনাম ইরান সহ বিশ্বকাপের সকল খেলা লাইভ স্ট্রিম করবে। 

মোবাইলে ইংল্যান্ড বনাম ইরান লাইভ খেলা দেখতে কি করতে হবে

প্রথমে আপনার মোবাইলের Play Store খুলে Toffee লিখে চার্স করুন। চার্চ করার পর নিচের ছবির মতো একটি এপ্লিকেশন দেখতে পাবেন। 
ইরান বনাম ইংল্যান্ড লাইভ খেলা - Iran Vs. England Live Match
Toffee Live


এর পর Install লেখায় ক্লিক করুন। ডাউনলোড ও ইন্সটল হওয়ার জন্য কিছুক্ষন সময় নেবে। ইন্সটল প্রকিয়া সম্পন্ন হলে Open বাটনে ক্লিক করুন। এখন নিচের ছবিটি লক্ষ্য করুন। লাল চিহ্নিত দুটি আইকনের যে কোন একটি তে ক্লিক করার মাধ্যমে ইংল্যান্ড বনাম ইরান খেলার লাইভ উপভোগ করা যাবে। উল্লেখ্য খেলা দেখার জন্য কোন প্রকার টাকা পরিশোধ করতে হবে না।  
ইরান বনাম ইংল্যান্ড লাইভ খেলা - Iran Vs. England Live Match

ইরান বনাম ইংল্যান্ড লাইভ খেলা ইউরোপে

ইউরোপ (ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন): আলবেনিয়া, আর্মেনিয়া, অস্ট্রিয়া, আজারবাইজান, বেলারুশ, বেলজিয়াম, বসনিয়া-হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া; জর্জিয়া, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইসরায়েল, কাজাখস্তান, কসোভো, লাটভিয়া, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মেসিডোনিয়া, মাল্টা, মলদোভা, মন্টিনিগ্রো, নেদারল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র; রোমানিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, তুরস্ক, ইউক্রেন। 

ইরান বনাম ইংল্যান্ড মধ্যপ্রচ্য ও উত্তর আফ্রিকা

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশ (beIN স্পোর্টস): আলজেরিয়া, বাহরাইন, চাদ, ডিজিবুতি, মিশর, ইরান, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মরক্কো ফিলিস্তিন অঞ্চল, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন; অ-এক্সক্লুসিভ: চাদ, ডিজিবুতি, মৌরিতানিয়া, সোমালি, সুদান।

ইংল্যান্ড বনাম ইরান লাইভ খেলা সাব-সাহারান

সাব-সাহারান আফ্রিকা (সুপারস্পোর্ট, নিউ ওয়ার্ল্ড টিভি, আরএফআই - রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল): অ্যাঙ্গোলা, বেনিন, বতসোয়ানা, বুরকিনা ফাসো, বুরুন্ডি, ক্যামেরুন, কেপ ভার্দে, আফ্রিকান প্রজাতন্ত্র, কমোরোস, কঙ্গো, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, নিরক্ষীয় গিনি, ইরিত্রিয়া , ইথিওপিয়া, গ্যাবন, গাম্বিয়া, ঘানা, গিনি, গিনি-বিসাউ, আইভরি কেনিয়া, লেসোথো, লাইবেরিয়া, মাদাগাস্কার, মালাউই, মালি, মরিশাস, মায়োট, মোজাম্বিক, নামিবিয়া, নাইজার, নাইজেরিয়া, রিইউনিয়ন, রুয়ান্ডা, সাও টোমে সেন এবং প্রিন্স সেশেলস, সিয়েরা লিওন, সোকোট্রা, দক্ষিণ আফ্রিকা, সেন্ট হেলেনা এবং অ্যাসেনশন, সোয়াজিল্যান্ড, তানজানিয়া, টোগো, উগান্ডা, জাম্বিয়া, জানজিবার, জিম্বাবুয়ে, অ-এক্সক্লুসিভ: চাদ, জিবুতি, মৌরিতানিয়া, সোমালিয়া (সোমালিল্যান্ড), দক্ষিণ সুদান এবং সুদান।

বিশ্বকাপ ২০২২ এর সময়সূচি (বাংলাদেশসময়)

ইরান বনাম ইংল্যান্ড লাইভ খেলা দক্ষিণ আমেরিকা

দক্ষিণ আমেরিকা (DirecTV ল্যাটিন আমেরিকা): আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, প্যারাগুয়ে, পেরু, ডোমিনিকান প্রজাতন্ত্র, উরুগুয়ে।

কাতার বিশ্বকাপ ২০২২ লাইভ খেলা ওশেনিয়া

ওশেনিয়া (ডিজিসেল, এফবিসি): আমেরিকান সামোয়া, কুক দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়ার ফেডারেটেড স্টেটস, ফিজি, ফ্রেঞ্চ পলিনেশিয়া, ফুটুনা দ্বীপ, কিরিবাতু (গিলবার্ট দ্বীপপুঞ্জ), নাউরু, নিউ ক্যালেডোনিয়া, নিউ, পাপুয়া নিউ গিনি, সামোয়ান দ্বীপপুঞ্জ, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা , টুভালু (পূর্বে এলিস দ্বীপ), ভানুয়াতু, ওয়ালিস দ্বীপ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.