পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা খেলার মধ্য দিয়ে শেষ হবে এবারের টি-২০ বিশ্বকাপের ৩৬তম ম্যাচ। আজ বৃহস্পতিবার ৩ নভেম্বর আসরের ৩৬তম ম্যাচ পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা বাজে। এর আগে দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান উভয় দল ৩টি করে ম্যাচ খেলেছে সুপার-১২ পর্বে।দক্ষিণ আফ্রিাক ২ জয় ও এক পরিত্যাক্ত ম্যাচ থেকে ৫ পয়েন্ট সংগ্রহ করে সুপার-১২ পর্বের ২ নং অবস্থান করছে পয়েন্ট টেবিলে। অপর দিকে পাকিস্তান ১ জয় ও ২ হার নিয়ে পয়েন্ট সংগ্রহ করেছে মাত্র ২ এবং পয়েন্ট তালিকায় পাকিস্তানের অবস্থান ৫ নম্বরে। পাকিস্তানের উপরে আছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। তালিকার শীর্ষে আছে ভারত। ভারতের পয়েন্ট ৬।
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা খেলাটি কিভাবে দেখবেন:
চলতি টি-২০ বিশ্বকাপের সকল খেলা দেখার উত্তম উপায় হলো টিভি সেট। আপনি বাংলাদেশ থেকে গাজী টিভিতে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ উপভোগ করতে পারবেন। তবে বাংলাদেশি স্ট্রিম সম্প্রচারকারী এপ Rabbithole এপসটিও এবারের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ এর লাইভ স্ট্রিম সম্প্রচারের সত্ত্বাধিকার ক্রয় করেছে। আপনি চাইলে আপনার স্মার্ট ফোনে Rabbithole এপসটি ইন্সটল করে খেলাটি সরাসরি উপভোগ করতে পারবেন।
Rabbithole এ পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা
Rabbithole ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন। তবে Rabbithole -এ খেলা দেখতে আপনাকে একটি ফি পরিশোধ করতে হবে। তাদের এপসে ৩টি প্যাকেজ আছে। প্রথমটি দৈনিক। আপনি দৈনিক ২০ টাকা পরিশোধ করে একদিনের জন্য যে কোন খেলা দেখতে পারবেন। দ্বিতীয়টি হলো মাসিক। মাসিক ফি ৯৯ টাকা। ৯৯ টাকা পরিশোধ করার মাধ্যমে আপনি একমাস যে কোন খেলা দেখতে পারবেন। সর্বশেষ বা তৃতীয় প্যাকেজটি হলো অর্ধবার্ষিক বা ৬ মাসিক প্যাকেজ। Rabbithole এ ৬ মাসিক প্যাকেজটির মূূল্য ৪৯৯ টাকা।
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা দেখার ভিন্ন উপায়
আমরা চেষ্টা করেছিলাম ফ্রিতে কোন এপসে T-20 World Cup 2022 দেখা যায় কিনা। আমরা যে সব স্ট্রিম সাইট পেয়েছি তার বেশিরভাগ ভূয়া। তবে নিচের লিংক দুটি কাজের মনে হয়েছে। আমি নিচের লিংক দুটিতে কয়েকবার খেলা দেখিছি। আপনার চাইলে নিচের লিংক দুটিতে ক্লিক করে দেখতে পারবেন।
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ লিংক -০১
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ লিংক -০২
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ভিন্ন দেশে
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, ভুটান নেপালে Start Sport নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। পাকিস্তান থেকে PTV & ARY DIGITAL Network, বাংলাদেশে গাজী টিভি, যুক্তরাষ্ট্রে Time Iternet এবং ESPN+, দক্ষিণ আফ্রিকায় SuperSport, অস্ট্রেলিয়াতে Fox Sport খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা হেড টু হেড
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা হেড টু হেড লড়াইয়ে উভয় দল ৩২ বার মুখোমুখি হয়েছে। পাকিস্তান জয় পেয়েছে ১১ বার এবং দক্ষিন আফ্রিকা জয় পেয়েছে ২১ বার। এই হিসবে দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে। তারপরও পাকিস্তান পারাজয়ের ধারাবাহিকতা থেকে বের হয়ে আসতে প্রাণপণ চেষ্টা করবে। তাছাড়া ক্রিকেট আন-প্রেডিক্টেবল খেলা। দেখা যাক শেষপর্যন্ত পানি কোথায় গড়ায়।
Squads:
Pakistan Squad:
Mohammad Rizwan (w), Babar Azam(c), Mohammad Haris, Shan Masood, Iftikhar Ahmed, Shadab Khan, Mohammad Nawaz, Mohammad Wasim Jr, Shaheen Afridi, Haris Rauf, Naseem Shah, Mohammad Hasnain, Khushdil Shah, Haider Ali, Asif Ali
South Africa Squad:
Quinton de Kock(w), Temba Bavuma(c), Rilee Rossouw, Aiden Markram, David Miller, Tristan Stubbs, Wayne Parnell, Keshav Maharaj, Kagiso Rabada, Lungi Ngidi, Anrich Nortje, Tabraiz Shamsi, Marco Jansen, Heinrich Klaasen, Reeza Hendricks.